MENU

Fun & Interesting

শিক্ষিত উদ্যোক্তা বাণিজ্যিক ভাবে হাড্ডি ষাড় গরু পালনে মাসিক লাভ ২.৫-৩ লাখ টাকা | Cow Fattening Farm

Video Not Working? Fix It Now

দর্শক বন্ধুরা, সাফল্য কথা'র ৪৪৪ তম পর্বে আমরা কথা বলেছি, নীলফামারী ডোমার উপজেলার ১৬ বছরের একজন সফল গবাদিপুশুর খামারি মোঃ শাহিন রেজা রুবেল ভাইয়ের সাথে। ২০০৫ সালে মাত্র ৩ টি উন্নত জাতের দুধের গাভী দিয়ে খামার শুরু করেন। এই খামারে তার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছেন। ১৬ বছরে পাল্টে গেছে তার জীবনে পথ চলা। বর্তমানে দুধের গাভীর পাশাপাশি খামারে রয়েছে প্রায় ২ শতাধিক দেশিয় শুকনো ষাড় গরু। শাহিন রেজা রুবেল ভাইয়ের দেওয়া তথ্য অনুযায়ী তার খামার থেকে প্রতি মাসে ৮০ থেকে ৯০ টি গরু বিক্রি হয়। যে গুলোর প্রত্যেকটিতে লাভ হয় প্রায় ২-৩ হাজার টাকা। সেই হিসাবে তার খামারে সব খরচ বাদে লাভের পরিমান ২.৫ থেকে ৩ লক্ষ টাকা। দর্শক বন্ধুরা, আজকে আমরা জানবো গবাদিপুশুর পালনে সফল উদ্যোক্তা রুবেল ভাইয়ের গরু পালনের বিস্তারিত... চলুন শুরু করা যাক... Safollo Kotha Ep444 cow fattening farm in bangladesh উদ্যোক্তা মোঃ শাহিন রেজা রুবেল ডোমার, নীলফামারী। ০১৭১৬৫২৩৩৮০ - ভিডিও প্রোগ্রাম করাতে ও কৃষি বিষয়ক পরামর্শ - মোঃ তোফাজ্জল হোসেন - ০১৭৩৮৫০৩৬৯৪ (উপস্থাপক, সাফল্য কথা) সুপ্রিয় দর্শক আপনাদেরও যদি এরকম কোন সফলতার গল্প থাকে তাহলে আমাদের জানাতে পারেন। আমাদের সাফল্য কথা টিম চলে যাবে আপনার কাছে। ধন্যবাদ।

Comment