আজকের ভিডিওটি প্রতিটি বাগানি মানুষের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ।। দীর্ঘদিনের অনুরোধ ছিল এই ভিডিওটি করার।। সকলের কথা মাথায় রেখেই আজকে ভিডিওটি উপস্থাপন করলাম।। একেবারে অন্য ভাবে।। অনেক তথ্য দেওয়ার চেষ্টা করলাম।। বাকিটা আপনাদের হাতে।। ভালো লাগলে শেয়ার করবেন।। আমি আমার মত করে চেষ্টা করেছি।। শুভকামনা রইল।।
আপনারা হয়তো অনেকেই এর মধ্যে দেখেছেন আমরা একটি ফেসবুক গ্রুপ খুলেছি। আসলে অনেক বন্ধু তাদের সমস্যার কথা বলতে চান।। কিন্তু তাদের উত্তর সব সময় দেয়া হয়ে ওঠে না।। তাই ভাবলাম একটা পরিবার যদি তৈরি হয় সেখানে একজন বাগানি অন্যজন বাগানির পাশে দাঁড়াতে পারবেন।। তাহলে একে অপরের সাহচর্য পেলে বাগান করাটা খুব সহজ হয়ে দাঁড়াবে।। সেই কথা মাথায় রেখেই এই পদক্ষেপ।। এখানে গ্রুপ টির লিংক দিলাম।। যারা উৎসাহিত তারা গ্রুপে যোগদান করুন।। ধন্যবাদ বন্ধু।। ভালো থাকবেন।। সুস্থ থাকবেন।।
https://facebook.com/groups/4377932185551934/