MENU

Fun & Interesting

গুরুচাঁদ পাঠাইও না যমের কাছারী আমায় কৃপাডোরে বন্দি ক'রে রেখ তোমার প্রেম হুজুরী / শিল্পী সৌমিত্র ঢালী

হরিভক্ত সঙ্গীত 3,417 lượt xem 4 months ago
Video Not Working? Fix It Now

গুরুচাঁদ পাঠাইও না যমের কাছারী আমায় কৃপাডোরে বন্দি ক'রে রেখ তোমার প্রেম হুজুরী / শিল্পী সৌমিত্র ঢালী


#হরি
#হরিভক্ত
#হরিনাম_সংকীর্ত
#হরহর
#জয়হরিবল
#হরিভক্ত_সংগীত
#হরি_সংগীত_সুব্রত
#সৌমিত্র_ঢালী
#শিল্পী_সৌমিত্র_ঢালি

গুরুচাঁদ পাঠাইও না যমের কাছারী, আমায় কৃপাডোরে বন্দি ক'রে রেখ তোমার প্রেম হুজুরী।

১। হয়েছি অপরাধী, শ্রীপদে রাখ বাঁধি,

না হয় পাঠাও ওড়াকান্দী, শান্তিমায়ের পুরী। আমায় খাটনি দাওহে মনের মতো, হব গুরুচাঁদের অনুগত, ক' রব ঐ চরণ ধৌত, দাও আমারে এই কামজারি।।

২। হয়েছি ফেরয়ারী, হস্তে দাও কৃপাড়ুরি,

পদে দাও দয়া বেড়ী, রাখ বন্দী করি'।

আমায় যদি দাওহে দ্বীপান্তরে, পাঠাও মায়া সিন্ধু পারে, পুনঃ না আসি ফিরে, প্রেমদ্বীপে দাও চালান করি।।

৩। চরণে হলেম দোষী, গলায় দাও দয়া-রশি,

অনুরাগের চাপড়াশী, তশীল করুক ভারী। আমায় জুড়ে ভক্তি-ঘানির গাছে, যেন কৃপাবেত্র মারে পিছে, যাতে অপরাধ ঘুচে, শমন রাজার কি ধারধারি।।

Comment