সূরা মুদ্দাসসির এর ধারাবাহিক তাফসীর পর্ব-১, আয়াত : 1-17 || Surah Al-Muddassir Tafsir : 1-17 || অধ্যক্ষ মাওলানা মোজাম্মেল হক || Mozammel Haque Barisal || Tahjib Center.
#tahjibcentermozammelhaque
Stay tuned by subscribing to our channel to hear more new Waz mahfil, tafsir mahfil, hamd-naat / Islamic music, and recitation of the Holy Quran.
সুরা মুদ্দাসসির
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ يَا أَيُّهَا الْمُدَّثِّرُ
হে চাদরাবৃত! [সুরা মুদ্দাসসির - ৭৪:১]
قُمْ فَأَنذِرْ
উঠুন, সতর্ক করুন, [সুরা মুদ্দাসসির - ৭৪:২]
وَرَبَّكَ فَكَبِّرْ
আপন পালনকর্তার মাহাত্ম্য ঘোষনা করুন, [সুরা মুদ্দাসসির - ৭৪:৩]
وَثِيَابَكَ فَطَهِّرْ
আপন পোশাক পবিত্র করুন [সুরা মুদ্দাসসির - ৭৪:৪]
وَالرُّجْزَ فَاهْجُرْ
এবং অপবিত্রতা থেকে দূরে থাকুন। [সুরা মুদ্দাসসির - ৭৪:৫]
وَلَا تَمْنُن تَسْتَكْثِرُ
অধিক প্রতিদানের আশায় অন্যকে কিছু দিবেন না। [সুরা মুদ্দাসসির - ৭৪:৬]
وَلِرَبِّكَ فَاصْبِرْ
এবং আপনার পালনকর্তার উদ্দেশে সবর করুন। [সুরা মুদ্দাসসির - ৭৪:৭]
فَإِذَا نُقِرَ فِي النَّاقُورِ
যেদিন শিংগায় ফুঁক দেয়া হবে; [সুরা মুদ্দাসসির - ৭৪:৮]
فَذَلِكَ يَوْمَئِذٍ يَوْمٌ عَسِيرٌ
সেদিন হবে কঠিন দিন, [সুরা মুদ্দাসসির - ৭৪:৯]
عَلَى الْكَافِرِينَ غَيْرُ يَسِيرٍ
কাফেরদের জন্যে এটা সহজ নয়। [সুরা মুদ্দাসসির - ৭৪:১০]
ذَرْنِي وَمَنْ خَلَقْتُ وَحِيدًا
যাকে আমি অনন্য করে সৃষ্টি করেছি, তাকে আমার হাতে ছেড়ে দিন। [সুরা মুদ্দাসসির - ৭৪:১১]
وَجَعَلْتُ لَهُ مَالًا مَّمْدُودًا
আমি তাকে বিপুল ধন-সম্পদ দিয়েছি। [সুরা মুদ্দাসসির - ৭৪:১২]
وَبَنِينَ شُهُودًا
এবং সদা সংগী পুত্রবর্গ দিয়েছি, [সুরা মুদ্দাসসির - ৭৪:১৩]
وَمَهَّدتُّ لَهُ تَمْهِيدًا
এবং তাকে খুব সচ্ছলতা দিয়েছি। [সুরা মুদ্দাসসির - ৭৪:১৪]
ثُمَّ يَطْمَعُ أَنْ أَزِيدَ
এরপরও সে আশা করে যে, আমি তাকে আরও বেশী দেই। [সুরা মুদ্দাসসির - ৭৪:১৫]
كَلَّا إِنَّهُ كَانَ لِآيَاتِنَا عَنِيدًا
কখনই নয়! সে আমার নিদর্শনসমূহের বিরুদ্ধাচরণকারী। [সুরা মুদ্দাসসির - ৭৪:১৬]
سَأُرْهِقُهُ صَعُودًا
আমি সত্ত্বরই তাকে শাস্তির পাহাড়ে আরোহণ করাব। [সুরা মুদ্দাসসির - ৭৪:১৭]