MENU

Fun & Interesting

আমি পারি || মেডিটেশন || কোয়ান্টাম মেথড

Lorecell 8,376 4 years ago
Video Not Working? Fix It Now

প্রতিটি মানুষের মাঝে রয়েছে তার নিজের জীবন নিজে গড়ার সুপ্ত শক্তি। আত্মজাগরণের প্রত্যয়ন ‘আমি বিশ্বাসী, আমি সাহসী, আমি পারি, আমি করব, আমার জীবন, আমি গড়ব’ এর নিয়মিত চর্চা এই শক্তিকে বিকশিত করবে। মনোজাগতিক দাসত্ব, নেতিবাচকতার শৃঙ্খল, পরনির্ভরশীলতা ও পরমুখাপেক্ষিতার বৃত্ত ভাঙার আত্মশক্তির স্ফূরণ ঘটবে। ঘটবে ইতিবাচক আত্মরুপান্তর- অন্তর্জাগরণ। ধর্ম ও বিজ্ঞান অনুসারে সৃষ্টির শুরুতে, বস্তু ও প্রাণের গভীরে এবং সৃষ্টির শেষে- সর্বত্র রয়েছে শব্দ। শব্দ শুধু বাস্তবতার বিবরণ দেয় না, বাস্তবতা সৃষ্টিও করে। প্রত্যয়নকে বিজ্ঞানীরা বলেছেন, 'ব্যক্তি ইমেজ পরিবর্তনের প্রত্যক্ষ ও নিয়ন্ত্রিত পদ্ধতি।' বার বার প্রত্যয়ন আপনার নিয়ত ও লক্ষ্যকে দেবে সুদৃঢ় ভিত্তি। তাই যখনই সময় পান বার বার শুনুন এ প্রত্যয়ন অডিওটি। নিজের পরিবর্তন নিজেই উপলব্ধি করতে পারবেন।

Comment