বগুড়ার আলুঘাটি ঢাকার রাস্তায়। ১৭০ টাকায় খিচুরি সহ আলু ঘাটি অথবা মিল্লি/মেন্দা।Bangla Bites,Alu Ghati
দুই এলাকার জনপ্রিয় দুই খাবার পাওয়া যাচ্ছে রাস্তার পাশের এই ফুড কার্টে । বগুরার আলুঘাটি আর জামাল্পুরের মিল্লি বা মেন্দা ।
বিভিন্ন এলাকার বা দেশের খাবার এবং জায়গার প্রতি প্রচণ্ড আগ্রহ থেকেই এই চ্যানেলটা খোলা । খাবার এর ক্ষেত্রে আমি একদমই বিশেষজ্ঞ নই। যেটা নিজে অনুভব করি সেটাই আপনাদের কাছে তুলে ধরি।
সখের বশে এই ক্ষেত্রে ভিডিও বানাতে এসে কিছু মানুষের ভালবাসা পেয়েছি। যেটা আরও ভিডিও বানাতে উৎসাহ দিয়েছে।
কোন পরামর্শ থাকলে কমেন্টে অথবা নিচের দেয়া মাধ্যমে যোগাযোগ করে দিতে পারেন।
Facebook Page- https://www.facebook.com/profile.php?id=61566452640057
Contact- [email protected]
একটা ভিডিও আপনার কাছে ভাল নাই লাগতে পারে, তবে এটা বানাতে বেশ পরিশ্রম করতে হয়। তাই দয়া করে কেউ ভিডিও কপি করবেন না।