লক্ষ লক্ষ টাকার আম টেস্ট করলাম, এই সমস্ত জাত গুলো কিনুন অসাধারণ টেস্ট /online nursery visit /
#green_friends #nursery_visit
লক্ষ লক্ষ টাকার আম টেস্ট করলাম এই সমস্ত জাতগুলো কিনুন অসাধারণ টেস্ট নিজে খেয়ে আপনাদের সামনে তুলে ধরলাম সবকিছু।
গাছ থেকে পেরে ফল খাওয়ার আনন্দটাই আলাদা, সেই সুযোগটাই করে দিয়েছেন শুধুমাত্র আপনারা।
তবে কোনরকম নিরাশ করবো না আপনাদেরকে সত্যি যেটা সেটাই এখানে দেখানো হয়েছে। কোন রকম বাড়াবাড়ি করার ব্যাপারই নেই।
আপনারাও আসুন সবাই এখান থেকে দেখে শুনে গাছ নিয়ে যান আর নিজেদের মতন করে সেই গাছ বড় করে তুলুন।
সঠিক যত্ন ও পরামর্শ প্রত্যেকটা ভিডিওতে দেওয়া থাকে একটু ফলো করতে হবে আপনাদেরকে।
খুব সুন্দর করে সবকিছু দেখানো হয়েছে আর যদি যারা বাড়িতে বসে কিনতে চান এই গাছ অবশ্যই অনলাইনে কাজ এখান থেকে বিক্রি করা হয়। তবে জাত নিয়ে আপনাদের কোন আর টেনশন থাকবে না আশা করছি।