টঙ্গীবাজার থেকে ২০ পিস হাঁসের বাচ্চা অনিচ্ছাকৃত কেনার পর বাসায় নিয়ে আসলাম পরদিন দুঃখের বিষয় দেখি ১১ টা মারা যায় কারণ আদর যত্নের কমতি ছিল হয়তো। কেউ তেমন খেয়াল করে নাই যার জন্য ১১টা বাচ্চা মারা যায়। যাই হোক তারপর খেয়াল করলাম যে শুধু শুধু বাচ্চাগুলো কেন মরতেছে শুরু করলাম ১১ টা ১১ টা মারা যাওয়ার পর নয়টা বাচ্চা বেঁচে আছে মোটামুটি বড় হয়ে গেছে।