MENU

Fun & Interesting

লাখ টাকার সারের খরচ বাচাঁবে তরল অনুপ্রাণ সার। প্রাকৃতিক কৃষি। তরল সার তৈরির নিয়ম। কৃষি খামার

Matir Dorpon 85,421 lượt xem 2 months ago
Video Not Working? Fix It Now

তরুল অনুপ্রাণ সার
উপকরণ: ১০০ লিটারের ড্রামে কাঁচা গোবর/জৈব সার ১০ কেজি, গুড় আধা কেজি, চালের গুঁড়া আধা কেজি, ধানের
কুঁড়া ১ কেজি, সরিষার খৈল ১ কেজি, বেসন ১ কেজি, টক দই ১ টেবিল চামচ, ১টি দেশি ডিম, চাল ধোয়া পানি ৫
লিটার, জঙ্গলের/ পতিত জমির মাটি ১ মুঠ, যে জমিতে সার প্রয়োগ করা হবে সেখানকার মাটি ১ মুঠ
এসব উপকরণ মিশিয়ে পুকুর/খাল/নদীর পানি দিয়ে ড্রাম ভর্তি করে ছায়াযুক্ত জায়গায় ৩-৫ দিন রাখতে হবে। ড্রামের উপর চটের বস্তা বা কাপড় দিয়ে ঢেকে দিতে হবে। প্রতিদিন লাঠি দিয়ে ধীরে নাড়াচাড়া করে দিতে হবে। মিষ্টি সুবাস পাওয়া গেলে ও সারের উপরে সর বা স্তর পড়লে বোঝা যাবে সার তৈরি হয়ে গেছে।
এই সার বিকাল বেলা রোদের তেজ কমে আসার পর প্রয়োগ করতে হবে।

১। জমি চাষের আগে প্রয়োগের ক্ষেত্রে ১ বিঘা জমিতে ১ ড্রাম তরল সার দেওয়া যাবে।

২। জমিতে ফসল থাকলে ১ ভাগ তরল সারের সাথে ৯ ভাগ পানি মিশিয়ে গাছের গোড়ায়/আশেপাশে ঢেলে দেওয়া যাবে। এই সার প্রয়োগ করলে মাটি অণুজীব সমৃদ্ধ হয় এবং নানা পুষ্টি উপাদান যোগ হয়। অণুজীব মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং গাছের খাদ্য তৈরি করে। ফলে গাছ দ্রুত বাড়ে ও শক্তিশালী হয়।

৩। পোকা তাড়ানোর জন্য ১ ভাগ তরল সারের সাথে ৬ ভাগ পানি মিশিয়ে ছেকে স্প্রে করতে হবে।


ফেসবুক। প্রাকৃতিক কৃষি
https://facebook.com/groups/prakritikkrishi/


প্রাণ বৈচিত্র্য খামার ও প্রাকৃতিক কৃষি কেন্দ্র
গ্রাম: কাউটিয়া, ইউনিয়ন: বালিয়াখোড়া
উপজেলা: ঘিওর, জেলা: মানিকগঞ্জ,
প্রাকৃতিক কৃষিক সমাজ: 01815-450554


শুভেচ্ছান্তে
মাটির দর্পণ পরিবার
matirdorpon@gmail.com
Facebook【Matir Dorpon】▶ https://bit.ly/3UEHi0c
ফোন: 01828-115555 WhatsApp (রাজশাহী)

Comment