গতবছরের করোনার ধাক্কা কাটিয়ে ২০২১ সাল আসতে না আসতেই সিনেমাপাড়া কামব্যাক করেছে ফুল ফর্মে। হলিউড থেকে দক্ষিণ ভারতীয় সিনেমা- সব ইন্ডাস্ট্রিই উপহার দিয়েছে অসাধারণ কিছু সিনেমা; সিক্ত হয়েছে দর্শকদের ভালোবাসায়ও। সেই তালিকায় মারদাঙ্গা অ্যাকশন ফিল্ম আছে, সুপারহিরো মুভি আছে, আছে দিঘির শান্ত জলের মতো নিটোল গল্পনির্ভর সিনেমাও। তাহলে আর দেরি কেন প্রিয় দর্শক, এই পর্বে এমন দশটি মাথাণষ্ট নতুন মুক্তি পাওয়া সিনেমার খোজ দিবো যা আপনার এখন ই দেখতে বসা উচিত। চলুন শুরু করা যাক; থাকুন ভিডিওর শেষ মুহুর্ত পর্যন্ত।
#TOP10 #MOVIES2021