গতবছর ইফতারের ঠিক আগে চকরিয়া থেকে কক্সবাজারে ইফতারির জন্য যাচ্ছিলাম। কক্সবাজারের রাস্তা আমার কাছে ভয়ংকর সুন্দর একটা রাস্তা যেখানে দুইপাশের সৌন্দর্য্য উপভোগ করা যায় আর রাস্তার বেপরোয়া অন্য যানবাহন থেকেও সাবধান থাকতে হয় ।অন্য বাইকের উৎপাত,অটো সিএনজি ,বাসের থেকে সাবধান থাকতে হয়।