বি.দ্র. - ইউনিভার্সাল ভিশনের যেকোন ভিডিও আপনার চ্যানেলের কমিউনিটিতে পোস্ট/শেয়ার করতে পারেন, প্লেলিস্টে অ্যাড করে রাখতে পারেন। এছাড়া ফেসবুকসহ অন্য সোস্যাল মিডিয়ায় লিঙ্ক শেয়ার করতে পারেন।
তবে ইউনিভার্সাল ভিশনের কোন ভিডিও বা ভিডিওর অংশবিশেষ ফেসবুক, ইউটিউব কিংবা অন্য যেকোন সাইটে আপলোড করা থেকে বিরত থাকতে সকলকে বিনীতভাবে অনুরোধ জানানো হচ্ছে। ইউনিভার্সাল ভিশনের পক্ষ থেকে এধরণের কোন অনুমতি কখনই কাউকে দেয়া হয়নি। যে বা যারাই আপলোড করে থাকুন না কেন কোন ব্যবস্থা গ্রহণের পুর্বেই নিজ দায়িত্বে সরিয়ে ফেলতে বলা হচ্ছে। এ ব্যাপারে সবার সহযোগিতা বিশেষভাবে কাম্য।
UV ইউটিউব চ্যানেল : https://www.youtube.com/universalvisiontv?sub_confirmation=UV
UV ফেসবুক পেজ : https://www.facebook.com/uvbdtv/
UV টুইটার অ্যাকাউন্ট : https://twitter.com/UVBDTV
UV ওয়েবসাইট : http://www.uvbd.tv