হাউজে কাউসার এর পানি। যে পানি পান করে কখনও পিপাসা লাগবেনা।Abdus Saboor Umari. মাওঃ আব্দুস সবুর উমরী।
হাশরের ময়দান। সকল মানুষের হিসাব নিকাশের দিন। পিপাসা কাতর থাকবে মানুষ। তৃষ্ণায় শুকিয়ে যাবে অন্তর, শুকনো হয়ে যাবে কলিজা। এমন পিপাসার্ত মানুষ আর কখনো হয়নি।
সে সময় উম্মতে মুহাম্মদীর জন্য হাউজে কাউসার নিয়ে হাজির হবেন নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তায়ালার পক্ষ থেকে নবী মুহাম্মাদ (সা.) এর জন্য এ এক বিশেষ সম্মান ও মর্যাদা। উম্মতদের হাউজে কাউসারের পানি পান করারনোর জন্য ডাকবেন প্রিয়নবী (সা.)। হাশরের মাঠে, কেয়ামত দিবসে হিসাবের সময় মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতরা হাউজে কাউসারের পানি পান করবেন। সে দিনটি কাফেরদের কাছে ৫০ হাজার বছরের পরিমাণ দীর্ঘ হবে, আর মোমিনদের জন্য আল্লাহ তায়ালা তা সহজ করে দেবেন। সেদিনের নেয়ামত হাউজে কাউসারের পানির গুণাগুণ অনেক হাদিসে বর্ণিত হয়েছে।