হুগলি জেলা ত্রিবেণী অন্তর্গত বাসুদেবপুরের প্রাচীনতম জাগ্রত ডাকাত কালীর মন্দির দর্শন।
এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখবেন হুগলি জেলার অন্তর্গত ত্রিবেণী বাসুদেবপুরে প্রাচীনতম জাগ্রত এই ডাকাত কালী মন্দির এই মন্দির খুব জাগ্রত এবং মনস্কামনা পূর্ণ হয় বউ দূর-দূরান্ত থেকে এই ডাকাত কালী মন্দিরে মানুষ মানুষ কামনা করে। রঘু ও বধু ডাকাতের কালী মন্দির বলে প্রসিদ্ধ। রামপ্রসাদ কে এখানে যখন বলি দেওয়ার চেষ্টা করে তখন রামপ্রসাদ বলে আমার শেষ ইচ্ছা একটা গান শোনাবো গান গাওয়ার পর তিনি যখন হাঁড়ি কাটে রঘু ডাকাত তাকে বলি দিতে যায় তখন দেখে তোমায় একরূপ তখন তাকে ওখানে ছেড়ে দিয়ে তার বাড়িতে পৌঁছে দেয় তারপর থেকে রঘু ডাকাত ডাকাতি ছেড়ে দিয়ে আর এই ডাকাত কালী মায়ের হাতে খরগো নেই সেই থেকে রঘু ডাকাত তরোয়াল তুলে দিল আর নরবলি প্রথা বন্ধ করে দিল। এই ডাকাত কালী মন্দিরের অনেক ইতিহাস আছে। আমি সংক্ষিপ্ত যতটুকু জেনেছি সেইগুলো তুলে ধরলাম।
এখানে সহজ আসার উপায় হলো ত্রিবেণী স্টেশন হয়ে আসতে পারেন হাওড়া কাটোয়া লাইন। হাওড়া মেন লাইন বর্ধমান হয়েও আসতে পারেন মগরা স্টেশনে নেবে 10 টাকা অটো ভাড়া দিয়ে আপনারা চলে আসবেন বাসুদেবপুর কালীবাড়ি। এই হল এখানে আসার উপায়। এই ব্লক টা দেখার পর যদি আপনারা ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ।নমস্কার
#হুগলি ত্রিবেণী ডাকাত কালী মন্দির #হুগলি #সিদ্ধেশ্বরী কালী #মা কালী #travel #vlog #kolkata
*********************************
কি ওয়ার্ড
হুগলির ত্রিবেণী বাসুদেবপুর ডাকাতকালীমন্দির।
প্রাচীন জাগ্রত সিদ্ধেশ্বরী কালী মন্দির।
দক্ষিণা কালী মন্দির
বামা কালী বলা হয় সিদ্ধেশ্বরী কালী কে।
রঘু ও বধু ডাকাতের কালী মন্দির
++++++++++++++++++++++++
দর্শকদের উদ্দেশ্যে বার্তা:-
এই ভিডিও দেখবেন শুধুমাত্র বিনোদনের জন্য যা কিছু নেয়া হয়েছে ইন্টারনেট গ্রন্থ পত্রিকা ও অঞ্চল লোকের মাধ্যমে যদি কোন ভুল ভ্রান্তি হয়ে থাকে তার জন্য দায়ী থাকিবো না।@JgultiRoy