আজ পয়লা বৈশাখ, ১৪২৭ বঙ্গাব্দ। আমরা বাঙালিরা ভারতে বা বাংলাদেশে উদযাপন করি এই নববর্ষ। কিন্তু বছরের মাঝখানে হঠাৎ করে বাংলা তারিখ জিজ্ঞাসা করা হলে আমরা বেশিরভাগই মাথা চুলকোই। অনেকসময় এটা বলাও মুশকিল হয়ে পড়ে যে ইংরেজি ক্যালেন্ডারের বাংলা প্রতিশব্দ বর্ষপঞ্জি। আজকের পর্বে বাংলা বর্ষপঞ্জি বা বঙ্গাব্দ নিয়ে রইলো কিছু তথ্য। যেমন বঙ্গাব্দের প্রচলন হলো কবে, কার হাত ধরে শশাঙ্ক, হুসেন শাহ নাকি আকবর, কারা এই বর্ষপঞ্জি সংস্কার করলেন, এর আগে কোন ক্যালেন্ডার ব্যবহার করতো বাঙালি, কীভাবে বঙ্গাব্দ থেকে খ্রিস্টাব্দ গণনা করা হয় -ইত্যাদি। আশাকরি আজকের এই পর্বটি আপনাদের ভালোলাগবে। ভালো থাকবেন সকলে, শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা।
ভিডিওটা কাজে লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইলো।
'বাংলা'দেশ নাম হলো কীভাবে জানতে হলে দেখতে পারেন এই ভিডিওটি
https://youtu.be/yqOnvN5VUEI
For educational purpose like my Facebook page :
http://facebook.com/onyopath/
Follow me on Facebook, Instagram & Twitter :
http://facebook.com/noisshobdik/
http://instagram.com/anirbanim/
http://twitter.com/AnirbanDas92/
#বঙ্গাব্দ #বাংলাসনেরইতিহাস