পানগাছ এবং পান মোটা হবে নতুন উপায়ে খুব সহজে। হ্যাঁ একত্রে দুটো জিনিসই মোটা হবে সামান্য একটা উপাদানে। যখন পানক্ষেতে সার দিবেন তখন সার হিসাবে ফসপেট, ইউরিয়া এবং চিনি। হ্যাঁ অবশ্যই লাল চিনি উক্ত সারের সাথে মিশিয়ে বুনতে হবে। বিঘা প্রতি ৮/১০ কেজি দিতে হবে, এবার দশদিন অপেক্ষা করেন। এবার নিচের চোখে দেখেন ফলাফল। বিষদ ভাবে ভিডিওটিতে আলোচনা করা হল।