MENU

Fun & Interesting

মাজরা পোকা নিয়ন্ত্রণ করুন নতুন প্রজন্মের কীটনাশক ব্যবহার করে। Rice Yellow Stem Borer Control

Agri-Tech Shanto 30,223 1 year ago
Video Not Working? Fix It Now

মাজরাপোকা অত্যন্ত ক্ষতিকারক কীট, কারণ এটি ফসলের প্রাথমিক পর্যায়ে ক্ষতি করে ফসলের সার্বিক মান ও ফলনকে প্রভাবিত করে। 20% থেকে 70% পর্যন্ত ফলনের ক্ষতি হতে পারে। প্রাথমিক পর্যায়ের শুরুর দিক থেকে ফুল ধরার আগে পর্যন্ত ধানগাছগুলিকে এই পেস্ট সর্বাধিক প্রভাবিত করে। হলুদ মাজরা পাতার উপরে ও নিচে ডিম পাড়ে ও ডিমের গাদার উপর হালকা ধূসর রংয়ের আবরন পড়ে। ডিম ফুটে কীড়া বের হয়ে আস্তে আস্তে কাণ্ডের ভিতর প্রবেশ করে ভিতরের নরম অংশ কুড়ে কুড়ে খায়। ক্রমে গাছের ডিগ ও পাতার গোড়া খেয়ে ফেলে ফলে ডিগ মারা যায়। শীষ আসার আগ পর্যন্ত এ ধরনের ক্ষতি হলে মরাডিগ দেখা যায় এবং ডিগ টান দিলে সহজেই উঠে আসে। শীষ আসার পর মাজরা পোকা ক্ষতি করলে সম্পূর্ণ শীষ শুকিয়ে যায়। একে সাদাশীষ বা মরাশীষ বলে। "স্বীকারোক্তি" "এই চ্যানেলে প্রচারিত ভিডিও‍ পেস্টিসাইড রাসায়নিক গুনাগুন এবং তার কর্মক্ষমতার আলোচনা "শিক্ষার উদ্দেশ্য" সম্প্রসারিত । পেস্টিসাইডের ব্যবহার পদ্ধতি, আবহাওয়া, মৃত্তিকার ধরণ ও অন্যান্য শর্তের উপর নির্ভরশীল। তাই পেস্টিসাইড ব্যবহারের আগে এবং ব্যবহারের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা দরকার । কারণ পেস্টিসাইড আমাদের শরীরের ক্ষতি করে এবং ফসলেরও ক্ষতি করতে পারে, তাই এই সকল বস্তুর কম বেশি কার্যগুন, ফলন, লাভ লোকসানের জন্য আমাদের চ্যানেল কর্তৃপক্ষ দায়বদ্ধ নয়। আপনার ফসল এবং জমি সংক্রান্ত কোনো সমস্যা থাকলে ছবির সহ আপনার সমস্যা আমাদের গ্রুপের মধ্যে শেয়ার করুন। আমরা সকলে মিলে আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করব। https://www.facebook.com/groups/krishibaithaka/?ref=share Facebook https://www.facebook.com/agritechshanto/ #rice #stemborer #মাজরা P.G.R পরিচিতি: https://www.youtube.com/playlist?list=PLFayWOEucPd5ragX44NjcH09THBQNJJbf ছত্রাকনাশক পরিচিতি 🧬🦠: https://www.youtube.com/playlist?list=PLFayWOEucPd5hOJa7EnmUS1rLeYCkJjsG

Comment