MENU

Fun & Interesting

বিষয় খাওয়ারিজের বৈশিষ্ট্য শাইখ আবু নাবিলা মতিউর রহমান মাদানি( হাফিজাহুল্লাহ)

SALAFI TV 46 lượt xem 3 days ago
Video Not Working? Fix It Now

খারিজিদের (খাওয়ারিজ) কিছু প্রধান বৈশিষ্ট্য:

1. চরমপন্থা ও কঠোরতা – তারা ইসলামের ব্যাখ্যায় চরমপন্থী, বিশেষ করে تکফির (অন্যদের কাফির বলা) বিষয়ে।


2. বড় গুনাহকে কুফর বলা – তারা বিশ্বাস করে যে বড় গুনাহ করলে ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে যায়।


3. শাসকের বিরুদ্ধে বিদ্রোহ – তারা অন্যায় শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করা ফরজ মনে করে।


4. সহজে রক্তপাত বৈধ মনে করা – তারা মুসলিম শাসকদের ও ভিন্নমতাবলম্বীদের হত্যা বৈধ মনে করত।


5. কুরআনের আক্ষরিক অর্থে ব্যাখ্যা – হাদিস বা সাহাবাদের ব্যাখ্যার তুলনায় কুরআনের আক্ষরিক অর্থ গ্রহণ করত।


6. সাহাবাদের প্রতি বিদ্বেষ – বিশেষ করে হযরত আলী (রাঃ), মুয়াবিয়া (রাঃ) ও আমর ইবন আস (রাঃ)-এর বিরোধিতা করত।


7. সাধারণ মুসলমানদের কাফির বলা – যারা তাদের মতের অনুসরণ করত না, তাদের তারা ইসলামবহির্ভূত মনে করত।



এগুলোই মূলত খারিজিদের চিহ্নিত বৈশিষ্ট্য, যা ইসলামের মূলধারার আকিদার বিপরীত। #salafimanhaj #salafiyyahmanhaj

Comment