MENU

Fun & Interesting

শুধু ছাদ বাগান নয় অসম্ভব সুন্দর হাতের কাজ দিয়ে সম্পূর্ণ বাড়ি ও বাগান সাজিয়ে তুলেছেন সান্তনা দি

Green Friends 98,353 3 years ago
Video Not Working? Fix It Now

#vegetable_gardens #wonderful_Garden প্রত্যেকটা মানুষের স্বপ্নের জায়গা বলতে পারেন অসম্ভব সুন্দর সেই বাগান পরিদর্শন করলে মাথা ঠিক রাখা সত্যিই যায় না কিন্তু মাথা ঠান্ডা করে ভিডিওটি দেখে যদি আপনি নিজের মতন করে চেষ্টা করেন তাহলে অবশ্যই এই ধরনের বাগান আপনি নিজেও করতে পারবেন অসুবিধা যদি কিছু হয় তার জন্য তো আমরা সর্বদা আপনাদের সঙ্গে আছি। কখন কীটনাশক কিভাবে ব্যবহার করা হয় এ ছাড়া কিভাবে এই হাতের কাজ গুলি করা হয়েছে কি কি মেটেরিয়াল ব্যবহার করা হয়েছে হাতের কাজ করতে গেলে বাগান কিভাবে সাজানো হচ্ছে তার প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি আপনাদের সামনে তুলে ধরেছে। খুব সহজেই সকলে এই ধরনের বাগান করতে পারবেন তার জন্য আমরা আছি সব সময়। প্রত্যেকটা জিনিস নিখুঁত ও নিপুন ভাবে বলা হয়েছে দুটি লঙ্কার যদি তৈরি করেন একটি বড় জায়গায় তাহলে আপনার বাড়িতে আর কোন সময় লঙ্কা বাজার থেকে কিনে খেতে হবে । যে কোন সবজি কিনে খেতে হবে না খুব সুন্দর বোগেনভিলিয়া হয়ে আছে সেগুলোর পরিচর্যা ও আলোচনা করা হয়েছে। Green friends YouTube channel এ রোজ দুপুর একটায় নতুন ভিডিও আছে আপনাদের জন্য একটু খেয়াল করলে বাগান করা সম্ভব হবে।

Comment