MENU

Fun & Interesting

বিষয়: আমরা রমযান মাসকে কিভাবে স্বাগতম জানাবো? শাইখ আবু নাবিলা মতিউর রহমান মাদানী (হাফিজাহুল্লাহ)

SALAFI TV 8 6 hours ago
Video Not Working? Fix It Now

রমযান মাসকে স্বাগতম জানানোর সর্বোত্তম উপায় হলো আত্মশুদ্ধি, ইবাদতের প্রস্তুতি ও কল্যাণমূলক কাজের মাধ্যমে। কিছু গুরুত্বপূর্ণ উপায় হলো— 1. তওবা ও ইস্তিগফার করা – অতীত গুনাহের জন্য ক্ষমা চেয়ে পরিশুদ্ধ হওয়া। 2. নফল রোযা রাখা – শাবান মাসের রোযার মাধ্যমে প্রস্তুতি নেওয়া। 3. কুরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি – নিয়মিত তিলাওয়াত ও অর্থ বোঝার অভ্যাস গড়ে তোলা। 4. দোয়া করা – আল্লাহ যেন আমাদের রমযান পর্যন্ত পৌঁছে দেন এবং বরকত দান করেন। (اللهم بلغنا رمضان) 5. সদকাহ ও দান-খয়রাত বৃদ্ধি করা – গরীব-দুঃখীদের সাহায্য করা। 6. নিয়মিত তাহাজ্জুদ ও নফল নামাজ পড়া – আত্মিক শক্তি বৃদ্ধি করা। 7. খারাপ অভ্যাস পরিত্যাগ করা – মিথ্যা, গীবত, অশ্লীলতা থেকে বেঁচে থাকা। 8. পরিবার ও সমাজকে রমযানের গুরুত্ব বোঝানো – সবাইকে ইবাদতে উৎসাহিত করা। রমযান আল্লাহর অশেষ রহমত ও বরকতের মাস, তাই আমাদের উচিত একে আন্তরিকভাবে গ্রহণ করা এবং সর্বোচ্চ উপায়ে ইবাদতের মাধ্যমে কাটানো। #salafimanhaj #salafiyyahmanhaj

Comment