MENU

Fun & Interesting

কুষ্টিয়ায় বিয়ের দাবিতে ৫ মাসের সন্তান পেটে নিয়ে প্রবাসী উজ্জলের বাড়িতে খাদিজা #news #latestnews

খবর.২৪ 2,273 5 days ago
Video Not Working? Fix It Now

কুষ্টিয়ায় বিয়ের দাবিতে ৫ মাসের সন্তান পেটে নিয়ে প্রবাসী উজ্জলের বাড়িতে অবস্থান করছেন মাদারীপুরের খাদিজা নামের এক নারী । কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর এলাকায় অবস্থিত উজ্জলের বাড়িতে স্ত্রীর স্বীকৃতির দাবি নিয়ে অবস্থান করেন মাদারীপুর জেলার খাদিজা। উজ্জ্বল আলামপুর এলাকার সোহরাব উদ্দিনের ছেলে। তিনি প্রবাস থাকেন। ভুক্তভোগী খাদিজা বলেন, লিবিয়া থাকা অবস্থায় উজ্জলের সাথে আমার মোবাইলের মাধ্যমে প্রেমের সম্পর্ক হয়। এরপর আমরা দুজনে ৬ লাখ টাকা দেনমোহরে বিয়ে করি। প্রায় ৮-৯ মাস আমরা লিবিয়াতে সংসার করেছি। আমার পেটে বাচ্চা আসার পর লিবিয়া থেকে উজ্জ্বল দেশে আসে। আমাকে না জনিয়ে গোপনে এখানেও বিয়ে করেছে। এখন আমার পেটে উজ্জলের ৫ মাসের বাচ্চা। উজ্জ্বল আমাকে স্ত্রীর স্বীকৃতি দিচ্ছে না। উজ্জলের পরিবারের লোকজন সহ আশেপাশের সবাই জানে আমার সাথে উজ্জলের লিবিয়াতে বিয়ে হয়েছে। এখন আমার পেটের সন্তানের পিতৃত্ব পরিচয় চাই। #news

Comment