MENU

Fun & Interesting

বিবাহের বাঁধা দূর করা থেকে জীবনের সার্বিক উন্নতি করতে হলুদ দিয়ে করুন এই টোটকাগুলি Turmeric Remedies

ASTRO SOLUTION 65,637 3 years ago
Video Not Working? Fix It Now

@astrosolution3309 #MrSukritiDan #whatsapp9804836994 Does bathing with turmeric water astrology? These remedies of turmeric are very effective 12 Golden Turmeric remedies in Vedic Astrology Turmeric remedies in Vedic Astrology Does remedies work in astrology? How do I strengthen my guru? What are the remedies in astrology? bathing with turmeric water astrology how to make turmeric tilak lal kitab turmeric remedies benefits of applying turmeric on nave Strengthen Your Jupiter With Turmeric Astrology: These turmeric remedies can relievel keeping turmeric under pillow turmeric bath benefits astrology in hindi benefits of bathing with curd astrology turmeric totka হলুদ দিয়ে করুন এই টোটকা, জীবনের সাফল্য দেখে নিজেই চমকে যাবেন আমরা সকলেই জানি যে হলুদের মধ্যে রয়েছে নানা গুণ। শুধু যে হলুদ আমাদের শারীরিক দিকের জন্য ভাল তা-ই নয়। জ্যোতিষের দিক দিয়ে বিচার করলেও দেখা যায় হলুদ আমাদের জীবনে নানা সমস্যার সমাধান করতে পারে। রান্নাঘর থেকে শুরু করে ধর্মীয় অনুষ্ঠানে হলুদের ব্যবহার বহুল। জ্যোতিষমতে হলুদ বৃহস্পতির সঙ্গে সম্পর্কযুক্ত। যদি বৃহস্পতি সবল থাকে তা হলে সন্তান, বিবাহ এবং জীবনের সব ক্ষেত্রে সুখ সমৃদ্ধি বজায় থাকবে। বৃহস্পতি গ্রহকে সঙ্গে রাখতে এবং নানা সমস্যার সমাধান করতে হলুদের নানা ব্যবহার জেনে নিন। টোটকা • জীবনে উন্নতি এবং মানসিক শান্তি পেতে জলে হলুদ মিশিয়ে স্নান করতে হবে। • নানা সমস্যার সমাধান করতে, বিশেষ করে শারীরিক সুস্থতার জন্য বৃহস্পতিবার হলুদ দান করুন। • যে কোনও শুভ কাজে বেরনোর আগে হলুদের তিলক লাগালে কাজ সফল হয়। • বৃহস্পতি গ্রহকে সবল করতে বৃহস্পতিবার পুজো করার পর কপালে হলুদের তিলক লাগান বা কাঁচা হলুদ সুতোয় বেঁধে ধারণ করুন। • বাড়িতে ভাল কোনও কিছু হওয়ার আগেই বাধা আসছে? প্রতি বৃহস্পতিবার জলে হলুদ মিশিয়ে বাড়ির সব জায়গায় ছিটিয়ে দিন। • বিয়েতে বাধা এলে হলুদের তিলক লাগানো শুরু করুন। • দীর্ঘ দিন অপেক্ষার পরেও বিয়ে হচ্ছে না? প্রতি বৃহস্পতিবার গণেশের পায়ে কাঁচা হলুদ বা হলুদের গুড়ো অর্পণ করুন। • স্বামী এবং শ্বশুরবাড়ির মানুষজনদের মন পাওয়ার জন্য কাঁচা হলুদ, একটু পিতল এবং অল্প গুড় নিয়ে শ্বশুরবাড়ির দিকে পিছন করে ফেলে দিন। এতে যথেষ্ট কাজ হবে। • ছোট ছোট হলুদের টুকরো করে মালা গেঁথে সেই মালা দিয়ে ইষ্ট দেবতার জপ করুন। এতে বুদ্ধির বিকাশ ঘটবে। Turmeric: বিয়ের বাধা দূর করতে এবং শ্বশুরবাড়ির ভালবাসা পেতে হলুদ দিয়ে করুন এই টোটকা হলুদ আমাদের নানা উপকারে লাগে। কেবলমাত্র রান্নার কাজে হলুদ ব্যবহার করা হয় তা নয়, যে কোনও আচার অনুষ্ঠানেও হলুদের ব্যবহার অপরিহার্য। এ ছাড়া হলুদ আমাদের ভেস্তে যাওয়া কাজকে ঠিক করতেও সাহায্য করে। জ্যোতিষ শাস্ত্রমতে সন্তান থেকে শুরু করে বিয়ে এবং রোগ থেকে মুক্তি পর্যন্ত দিতে পারে ছোট একটা হলুদের টোটকা। টোটকা • খুব দ্রুত বিয়ের জন্য বৃহস্পতিবার ঘরের লক্ষ্মী নারায়ণের যুগল মূর্তি বা ছবির পিছন দিকে হলুদ রঙের কাগজে কিছুটা হলুদ মুড়িয়ে রেখে দিন। এতে দ্রুত বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। • বিয়েতে বাধা এলে নিয়মিত কপালে হলুদের তিলক লাগান। • স্বামীর পরিপূর্ণ ভালবাসা পেতে হলুদের ছোট ছোট টুকরো দিয়ে মালা করে ‘ওম রত্যৈ কামদেবায় নমঃ’ ১০৮ বার জপ করতে হবে। • স্বামীর মন জয় করতে প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় বেসন ও হলুদের তৈরি খাবার খান। • বিয়েতে বার বার বাধা এলে নিয়মিত গণেশের চরণে হলুদ অর্পণ করুন। এতে বিয়েতে বাধা খুব দ্রুত কেটে যায়। • মনের মতো স্বামী বা স্ত্রী পেতে চাইলে সূর্যদেবকে হলুদ এবং গুড় অর্পণ করুন। • বিয়ের পর সুখ ধরে রাখার জন্য বিয়ের আগে পাঁচটা বা সাতটা হলুদ জিনিস হলুদ রঙের কাপড়ে মুড়ে ইষ্টদেবতার কাছে রেখে দিতে হবে যত দিন না বিয়ে হচ্ছে। বিয়ে হয়ে যাওয়ার পর জিনিসগুলো প্রবহমান জলে ভাসিয়ে দিতে হবে।

Comment