MENU

Fun & Interesting

রাঙ্গুনিয়ার হযরত সুলতান উদ্দীন বাচা বাবা (রহঃ) জীবনী ও কারামত।ধর্ম দর্শন মিডিয়া

Video Not Working? Fix It Now

রাঙ্গুনিয়ার হযরত সুলতান উদ্দীন বাচা বাবা (রহঃ) জীবনি ও কারামত।ধর্ম দর্শন মিডিয়া। আস সালামু আলাইকুম। ধর্ম দর্শন মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে এবারে আমরা হাজিরা হলাম, ব্যাণিজ্যক রাজধানী চট্টগ্রাম জেলার, রাঙ্গুনিয়ার থানার, পোমরা ইউনিয়ন, কাউখালী শাহি দরবারে হযরত সুলতান উদ্দীন বাচা বাবা (র) দরবারে। তিনি ইনসানে কামেল/ ফানা ফিল্লাহ/ মারফতের সাধক/ মজ্জুব ছিলেন। এছাড়া তাকে / গাউছুল আযম/ শাহেন শাহ উপাধিতে ভূষিত করেন। চারদিকে অপরূপ প্রাকৃতিক সৌন্দয্য ঘেরা কর্ণফুলী নদীর পশ্চিম পাড়ে এই মাজার টি অবস্থিত।এই নদীর পূর্ব দিকে হযরত নেছার উল্লাহ শাহ (রহ) মাজার রয়েছে। বাচা বাবা মাজারের দক্ষিণে মাইল-দের মাইল দুরে হযরত কাঙ্গালী শাহ মাজার ও বিদ্যামান। হযরত বাচা বাবার মাজারের পাশে বাচা বাবার নামে একটি মসজিদ ও দেখতে পাওয়া যায়। এই মাজারে প্রতিদিন বিভিন্ন লোকজন নিয়ত /মান্নত ও জিয়ারত করতে আসেন। কথিত আছে, সুলতান উদ্দীন বাচা বাবা (রহ) ৩৬ বছর মক্কা শরিফে ঝাড়ু দেওয়ার কাজে নিয়োজিত ছিলেন।তারপর তিনি রাঙ্গুনিয়ায় আসন করে দ্বীনের খেদমত করেন। তারই মাধ্যেমে হাজার হাজার কারামত প্রকাশ হয়েছে বলে স্থানীয় লোকজন থেকে জানা যায়। ২৫শে পৌষ ২ই জানুয়ারি উনার খোশরোশ শরীফ উক্ত দরবারে পালন করা হয়। এবং ২ই ফাল্গুন ১৪ই ফেব্রুয়ারি শাহেন শাহ সুলতান উদ্দীন বাচা বাবার ওরশ মোবারক অনুষ্ঠিত হয়। উক্ত উরশে বিভিন্ন জাতের, ও নানাপেশার লোকের অংশগ্রহণ, খতমে গাউছিয়া/ খতমে কোরআন / মিলাদ মাহফিল, ভান্ডারী ও কাউয়ালী গান শেষে আখেরী মুনাজাতে বিশ্বব্যাপী সকলের জন্য দোয়া তাবারুক বিতরণ করে শেষ করেন। এখানে আসতে হলে। চট্টগ্রাম শহর থেকে কাপ্তাই সড়ক হয়ে গোচরা থেকে কাউখালী শাহী দরবার শরীফ বাচা বাবার মাজারে আসতে পারবেন। follow me on youtube- https://youtube.com/channel/UCwohwzsf_Q6tZ-n17hW-e9w follow me on twitter- https://twitter.com/q7vqvTR59doIRjj?s=09 follow me on instagram- https://www.instagram.com/dhormo13/ follow me on fb page- https://www.facebook.com/ধর্ম-দর্শন-মিডিয়া-104306431588762/ contact-01864912829 #বাচা_বাবা #রাঙ্গুনিয়া #মাজার

Comment