গরুর খামার করে নারী উদ্যোক্তার সফলতা। গাভী গরুর খামার। মাসে আয় লক্ষ টাকার বেশি।
Rohosso Travel Ep- 20
This video is about: গরুর খামার করে নারী উদ্যোক্তার সফলতা।
Name of Farmer : Mst.Sela Khatun
গরুর খামার করে সফল নারী উদ্যোক্তা যশোরের শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের কন্দপপুর গ্রামের শিলা খাতুন। সংসার জীবনের পাশাপাশি স্বামীর শক্তি চাবিকাঠি ব্যবহার করে সর্বপ্রথম একটি গাভী গরু নিয়ে পালন শুরু হয় এই নারী উদ্যোক্তার। তারপর মহামারি করোনা ভাইরাসের কারণের স্বামীর চাকুরি হারিয়ে দিশেহারা হয়ে পড়েন স্ত্রী শিলা খাতুনসহ তার পরিবার। এরপর শিলা খাতুন তার স্বামীর সহযোগীতা নিয়ে বাড়ির আঙ্গিনায় বৃহৎ আকারে একটা গরুর খামার তৈরি করার চিন্তা ভাবনা করেন। এরপর ইউটিউব এর ভিডিও দেখে ভালো জাতে বেশ কয়েকটি গাভী জাতের গরু দিয়ে শুরু করেন খামার জীবন। সেখানে ১০-১২ টি গাভী থেকে প্রতিদিন যে দুধ পাওয়া যেত তা দিয়ে খাদ্য চিকিৎসাসহ সকল খরচ বাদ দিয়ে ভালো একটা অর্থ লাভ হতো। সেখান থেকে আরল গরু পালন উৎসাহীত হয়ে পড়েন তিনি। এরপর আরো কয়টি উন্নত জাতের ফ্রিজিয়ান গরু ক্রয় করে পালন শুরু করতে থাকেন। বর্তমান তার খামারে প্রায় ৪০-৪৬ টি বিভিন্ন জাতের গাভী গরু আছে। যেখান থেকে প্রতিদিন প্রায় ২০০-২৪০ লিটার দুধ পাওয়া যায়। এবং মাসিক হিসাবে খামার থেকে সকল খরচ বাদ দিলেও প্রায় লক্ষ টাকা আয় করেন।
যেকোনো ধরনের উদ্যোক্তার গল্প বা কৃষিভিত্তিক ভিডিও করতে চাইলে আমাদের নাম্বারে যোগাযোগ করুন -০১৯২০৩০৬৫৯০