মাছ ধরার ফাঁদ মাছ ধরার সহজ ফাঁদ সম্পূর্ণ ভিডিও মাছ ধরার ফাঁদ বানানোর নিয়ম দেখে নিতে পারেন ।
A2Z BD
158,164 lượt xem 3 years ago মাছ ধরার ফাঁদ মাছ ধরার সহজ ফাঁদ সম্পূর্ণ ভিডিও মাছ ধরার ফাঁদ বানানোর নিয়ম দেখে নিতে পারেন ।
#a2z #a2z_bd #মাছ_ধরার_ফাঁদ_মাছ_ধরার সহজ_ফাঁদ_সম্পূর্ণ_ভিডিও #ফাঁদ_বানানোর_নিয়ম #fishing_trap
বর্ষার নতুন পানিতে মাছ ধরা পড়ে বেশ। পানি বাড়লেই মৎস্যজীবীদের তৎপরতা বাড়ে। এ সময় তাঁদের কাছে চাহিদা বাড়ে মাছ ধরার ফাঁদ বা চাঁইয়ের। ফাঁদে বাইম ট্যাংরাসহ বিভিন্ন ধরনের মাছ ধরা পড়ে বেশি। বর্ষায় মাছ ধরার ফাঁদ তৈরি করতে কারিগরদের ব্যস্ততা একটু বেড়ে যায়। এসময় বাজারগুলোতে মৌসুমী ব্যবসায়ীরা মাছ ধরার ফাঁদ কিনে থাকেন। এতে দাম তুলনামূলক একটু বেশি হয়। কারিগররা বিক্রি করেন স্থানীয় হাট-বাজারে। বাঁশ কাটা শলাকা তৈরি ও ফাঁদ বোনার কাজে সকাল-সন্ধ্যা ব্যস্ত পরিবারগুলো। এ ফাঁদ দিয়ে চিংড়ি, পুঁটি খৈলশা গুচি ট্যাংরা ও পোটকা মাছ শিকার করা হয়। এতে খাবারের জন্য বাজার থেকে মাছ কিনতে হয় না।