MENU

Fun & Interesting

কোটি টাকার গাছ! গল্প নয় সত্যি। চন্দন গাছ চাষ। Sandalwood Farming.

Video Not Working? Fix It Now

কোটি টাকার গাছ, গল্প নয় সত্যি। একটা গাছ থেকে প্রায় কোটি টাকা আয় হতে পারে, প্রথমে বিশ্বাস করতে পারিনি। শুনেছিলাম দক্ষিণ ভারতে হয়, কিন্তু পূর্ব ভারতে কি সম্ভব ! কি সেই গাছ যে-একটা গাছ থেকে এত টাকা আয় করা সম্ভব, এরকম গাছের সন্ধানে আমরা কৃষি বার্তার পক্ষ থেকে হাজির হলাম দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর ২ নম্বর ব্লকের নিম পিঠে। পেশায় ইস্কুল শিক্ষক সন্তু হালদার বাড়ি লাগোয়া দশ কাটা জমিতে ২৫ টা চন্দন গাছ লাগিয়েছেন কয়েক বছর আগে। আর কয়েক বছর পরে শিক্ষক সন্তু হালদার কোটি টাকার মালিক হবেন। এটা আমাদের কাছে প্রথমে অজানা ছিল কিন্তু চোখে দেখার পর মনে হলো সম্ভব। চন্দন গাছ এমন একটি গাছ ১০০ বছর পর্যন্ত বাঁচতে পারে। ১২ বছর পর থেকে কাঠ সংগ্রহ করা যেতে পারে। এই গাছ বেশি জল সহ্য করতে পারে না কৃষি বিজ্ঞানীরা বলছেন বাংলার যে কোন জেলায় চাষ হতে পারে তবে চাষের জন্য একটু প্রশিক্ষণ দরকার। চন্দন গাছ হল অর্ধ পরজীবী অন্যকে অবলম্বন করে বেঁচে থাকে চন্দন গাছ। #successfarmer #successstory

Comment