নওশাদগীতি
সুখের আশায় ঘর বানাইলাম চালে চুয়ায় পানী
ও প্রান সজনী
কেমনে খাটাইব জিন্দেগানী //
সজনী
রোয়া রইলাম হাওরের মাঝে চাউলে লইলো গেরা
ধান কাটিয়া বন্দ তইলাম উগার ভরা নেরা
পুকায় ঘর বানাইয়া করতেছে ঘুন ঘুনী //
সজনী
আখি ছাড়া দেখে যেজন সেজন মহা গুনি
সাগর জলে বাদশারী ধন বল কেউ দেখছনি
ঘরের মাঝে রইল বসে মায়ার কাম কামিনি //
সজনী
ফুলের গন্দে মত্ত হইয়া মায়ার মধু খাইয়া
রাখিতে পারলামনা যৌবন যতন ও করিয়া
হারাইয়াছি হৃদয়ের ধন মাতার চুড়া মনি //
সজনী
অখন্ডে খন্ডিত হইয়া দুইজনা মরিল
নারী পুরূষ এক কবরে দাফনও করিল
নওশাদ আলম আশায় রহিল তোমারে পাইমুনি //
কথা নওশাদ আলম
সুর কারী আমির উদ্দিন