মোগলটুলী শাক্যমুনি বুদ্ধ বিহারে ১০ দিনব্যাপী বুদ্ধ ভাষিত অভিধর্ম পিটকের অন্তরায় বিনাশক " পূর্ণাঙ্গ পট্ঠান পাঠ অনুষ্ঠান " উপলক্ষে বৌদ্ধ কুলপুত্রকে প্রব্রজ্যা প্রদান অনুষ্ঠান একযোগে সরাসরি সম্প্রচার করা হচ্ছে- করুণা টিভি, দি বুড্ডিষ্ট টিভি ও বুদ্ধের সেই অমৃতবাণী পেইজে।