সম্পূর্ণ ভিডিও-
========================
কৃষি একটি স্বাধীন পেশা। এ পেশায় ভালো করার দিন এখন। তথ্য, প্রযুক্তি ও উপকরণ একেবারেই হাতের নাগালে হওয়ায় যেকোনো অবস্থান থেকেই কৃষিতে বিনিয়োগ করা সম্ভব। এক্ষেত্রে শিক্ষিত তরুণরাই সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে। ভেতরে ভেতরে দেশের বহু তরুণ স্বপ্ন ও সৃজনশীলতা দিয়ে সাজাচ্ছেন তাদের কৃষি খামার। দেশের বিভিন্ন প্রান্তে গেলে এমন অসংখ্য তরুণের দেখা মেলে যারা কৃষি কাজ করে নিজেকে সমৃদ্ধ করছেন। তাদের আত্মনির্ভরশীলতায় দেশের কৃষি এগিয়ে যাচ্ছে।
গাজিপুর জেলার শ্রীপুরের সিংগারদিঘী গ্রামে তেমনি এক তরুণের দেখা মিলল। হিমেল আহমেদ সাগর নামের তরুণ ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থেকে গাজিপুরে এসে জমি ভাড়া নিয়ে কৃষি উৎপাদনে যুক্ত হয়েছেন। ছোটবেলা থেকেই কৃষির প্রতি তার ঝোঁক। এইচএসসি পর্যন্ত লেখাপড়া করলেও পরে আর এগোনো হয়নি। পেশা হিসাবে বেছে নিয়েছেন কৃষিকে।
১০ বিঘা আয়তনে উৎপাদন করছেন নানারকম শীতকালীন সবজি। ফুলকপি, টমেটো, শসা, লাউসহ বিভিন্ন ধরনের সবজি উৎপাদন করে অল্প সময়েই নিজের প্রতি আস্থা অর্জন করেছেন তিনি।
এটি মাত্র দুই বিঘার ফুলকপির ক্ষেত। বাজারে পাঠাতে ফুলকপি তোলা হচ্ছে। ফুলকপির দারুণ ফলন হয়েছে এবার। বিনিয়োগের তুলনায় যথেষ্ট লাভ পাচ্ছেন তিনি।
Facebook: https://facebook.com/shykhseraj
YouTube: https://www.youtube.com/shykhseraj
Twitter: https://www.twitter.com/shykhseraj
Instagram: https://instagram.com/shykhseraj
Linkedin: https://linkedin.com/in/shykhseraj
#SSERAJ