আমাদের ভেতরে অনেকেই আছি যারা বালু চিনিনা কোন বালু ভালো কোন বালু খারাব কোন বালুর দাম কত কিছুই জানিনা অনের উপর নির্ভরশীল। তারা এই ভিডিও দেখে জানতে পারবেন বালু কোনটা ভালো। সাধারনত বালু কিনার আগে বালুর কালার সোনালী কালার অথবা বালুর দানা মোটা কিনা ও পরিষ্কার কিনা দেখে কিনবেন।