গ্রামগুলো আর গ্রাম নাই দিন দিন শহর হইতাছে,আমাদের গ্রামটা এখনো আগের সেই গ্রাম'ই রয়ে গেছে!!!❤️
যান্ত্রিক শহরের রংচঙ দেখে বিমোহিত হওয়া যায়, অবাক হওয়া যায় কিন্তু শান্তির প্রশ্ন আসলে গ্রামই সেরা। যেই মাটিতে আমার পূর্বপুরুষরা শুয়ে আছে আমি নিজেকে সেই মাটির সন্তান হিসাবেই পরিচয় দিতে ভালোবাসি।❤️
আমি এখনো মনে প্রাণে এক গ্রামের ছেলে!!!