Certificate Peshkar Written Question & Solution 2024.
বিভাগীয় নির্বাচনী বোর্ড, সিলেট
পদের নাম: সার্টিফিকেট পেশকার
পরীক্ষার তারিখ : ২৪ মে ২০২৪ খ্রি:
সময়: ৯০ মিনিট পূর্ণমান: ১০০
২. ণ-ত্ব বিধান বলতে কী বুঝায়? ণ-ত্ব বিধানের পাঁচটি নিয়ম লিখুন।
উ: তৎসম শব্দে ণ-এর ব্যবহার বিধানকে ণ-ত্ব বিধান বলে।
(ক) ট- বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে সবসময় মূর্ধণ্য ‘ণ’ হয়।
যেমন: কা-, বণ্টন, ঘণ্টা ।
(খ) ঋ,র,ষ-এর পরে মূর্ধন্য ‘ণ’ হয়। যেমন: ঋণ, ঘৃণা, ভূষণ।
(গ) ঋ,র,ষ-এর পরে স্বরধ্বনি ,য,ব,হ,ং,এবং ক-বগীয় ও প-বর্গীয় ধ্বনি থাকলে পরবর্তী দন্তন্য ‘ন’ মূর্ধন্য ‘ণ’ হয়। যেমন: কৃপণ, হরিণ,প্রবণ, দর্পণ,লক্ষণ, শ্রবণ।
(ঘ) প্র,পরা,পূর্ব এবং অপর শব্দের পরে অহ্ন শব্দের দন্ত্য ‘ন’ মূর্ধন্য ‘ণ’ হয়। যেমন: পূবাহ্ণ,অপরাহ্ণ, পরাহ্ণ।
(ঙ) ঋ,র,ষ,ব,প-বর্গীয় সঙ্গে অয়ন/আয়ন প্রত্যয় যুক্ত হলে অয়ন/ আয়ন শব্দের দন্ত্য ‘ন’ মূর্ধন্য ‘ণ’ হয়। যেমন: রামায়ণ,পরায়ণ, উত্তরায়ণ, চন্দ্রায়ণ।
#সার্টিফিকেট পেশকার
#solution