#এলাকার বড় ভাই আমার ক্রাশ।
#গল্পের শেষ অংশ।
#দিশা মনি।
বেলী একটু হাসলো। তার ঠোঁটের কোণে লুকিয়ে থাকা সেই হাসি যেন অনলকে আরও কাবু করে দিল। তবে সে ঘুরল না। অনল তার চুলের ভেতর মুখ রেখে নিঃশ্বাস নিলো।যেন তার সুগন্ধি দিয়ে নিজেকে ভরিয়ে নিতে চাচ্ছে।তার ঠোঁট হালকা করে স্পর্শ করল বেলীর কানের পাশটা।একটু কাঁপিয়ে দিল তাকে।আজ তোমাকে একটু বেশি দেখতে ইচ্ছে করছে। পুরোটা রাত ধরে।বেলী এবার ধীরে ঘুরলো। চোখে টানা কাজল, ঠোঁটে হালকা লাজুক লাল রঙ। তার চোখ দুটো যেন অনলের দিকে তাকিয়ে প্রশ্ন করলো,
আপনি তো বলেছিলেন শাসন করবেন।কিন্তু এখন এত মিষ্টি কথা?"