দর্শক শীত কালে আধুনিক পদ্ধতিতে শসা চাষে বিস্ময়কর ফলন ফলিয়েছে , দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ম্যানেজমেন্ট বিভাগের ৩য় বর্ষের ছাত্র ফাহিম হাসান,
গ্রামের বাসা সিরাজগঞ্জে হলেও নিজের কর্মসংস্থান তৈরির ইচ্ছা থেকে বাশের হাট এলাকায় কিছু জমি লিজ নিয়ে সম্পন্ন আধুনিক উপায়ে শশা চাষ শুরু করেন। এই বছরে ৫৩ শতাংশ জমিতে বাম্বার ফলন হওয়া খুবেই উচ্ছ্বাসিত ছাত্র ফাহিম হাসান।
আজকের পর্বে আমরা শসা চাষ পদ্ধতি a to z আপনাদের কে জানানোর চেষ্টা করবো। চলুন শুরু করা যাক।
Safollo Kotha Ep-658
Cucumber Cultivation In Bangladesh
কৃষি উদ্যোক্তা মোঃ ফাহিম হাসান
01642439943
------ ভিডিও'র স্পন্স ---
মোঃ ইব্রাহীম মোশারবফ
ফাউন্ডার এন্ড সিইও, বীজপাতা (গার্ডেন ফ্রেশ বাংলাদেশ)
হটলাইনঃ ০১৮১০-১৩৮২১৬, ০১৮১০-১৩৮২১৭
সাফল্য কথা - একটি কৃষি প্রতিবেদন মূলক ভিডিও প্রোগ্রাম। দেশের কৃষি উদ্যোক্তাদের সফলতার গল্প এবং কৃষি বিষয়ক পরামর্শ এখানে তুলে ধরা হয়। কৃষি প্রিয় দর্শক বন্ধুদের ভালোবাসা আমাদের চলার পথের প্রেরণা।
ভিডিও প্রোগ্রাম করাতে - সাফল্য কথা চ্যানেলে ভিডিও প্রোগ্রাম করাতে ফোন করুন - মোঃ তোফাজ্জল হোসেন - ০১৭৩৮৫০৩৬৯৪ (উপস্থাপক, সাফল্য কথা)
সাফল্য এগ্রো, তাজহাট, আলম নগর, রংপুর।
উদ্যোক্তার মোবাইল নাম্বার -
উদ্যোক্তার নাম ও কি বিষয়ের উপর ভিডিও তা জানিয়ে আমাদের সাফল্য কথা ফেসবুক পেইজে https://www.facebook.com/safolloagro
ইনবক্স করুন। আমাদের অফিস থেকে আপনাকে খামারির নাম এবং মোবাইল নাম্বার পাঠিয়ে দেয়া হবে।