খড়দহ ভ্রমণ ( দ্বিতীয় পর্ব)। কলকাতার কাছেই একদিনের সুন্দর বেড়ানো । যাওয়া এবং খাওয়া।। Jaoa Ebong Khaoa
গঙ্গা পাড়ের খড়দহ শহর বেড়ানোর জন্যও খুব সুন্দর একটি জায়গা। অসংখ্য প্রাচীন মন্দির রয়েছে এখানে। নিত্যানন্দ মহাপ্রভুর বাসভূমি খড়দা শ্রীপাট নামেও পরিচিত। গঙ্গার তীর ঘেঁসে সেই সব মন্দির এবং দর্শনীয় স্থানগুলিতে বেড়াতে বেড়াতে কখন যে দিন কেটে যাবে বুঝতেই পারবেন না। একই সঙ্গে রয়েছে সুন্দর সুন্দর খাওয়া দাওয়াও। এবারের যাওয়া এবং খাওয়ায় তাই আমরা এই প্রাচীন ঐতিহ্যপূর্ণ শহরে। প্রথম পর্বে বেশ কিছু জায়গা দেখার পর এবারে দ্বিতীয় পর্বে খড়দহের আরও কিছু দর্শনীয় স্থান এবং খাবারের খোঁজ। রইল প্রথম পর্বের লিঙ্কও - https://youtu.be/VKupO5RD_xs