Assalamu Alaikum
উদ্দেশ্য,
প্রান্তিক পর্যায়ের খামারিরা, সঠিক তথ্য না জানার কারণে লসের সম্মুখীন হচ্ছে, এই ইউটিউব চ্যানেল খোলার উদ্দেশ্যটা হয়েছে সঠিক তথ্য সবার মাঝে ছড়িয়ে দেওয়া । ইউটিউবে চটকদার ভিডিও দেখে, লক্ষ লক্ষ টাকা লাভ দেখে, কেউ এই মুরগি পালনের জন্য বড় ধরনের বিনিয়োগ করবেন না, সঠিক ভাবে দেশি মুরগি পালন করতে পারলে, লস হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, আমার কয়েক বছরের অভিজ্ঞতায়, কখনোই দেশি মুরগি পালন করে লস এর সম্মুখীন হয়নি, একমাত্র আমার অভিজ্ঞতার কারণে।
__________________
আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা ও ডাক্তারদের পরামর্শে যেসব কিছু প্রয়োগ করা প্রয়োজন সেসব বিষয়ে ভিডিও দিয়ে থাকি। তবে না জেনে কেউ আমার ভিডিও দেখে ভুল চিকিৎসা দিলে আমি দায়ী থাকব না। আগে রোগ, লক্ষণ চিনতে হবে।❣️❣️