"ভারতে শক্তিপূজার পরিচয় সুপ্রাচীন হরাপ্পা ও মহেঞ্জোদারো নগরে পাই। ঋগবেদের দেবীসূক্ত এবং সামবেদের রাত্রিসূক্ত প্রমাণ করে যে বৈদিক যুগেও শক্তিপূজা যথেষ্ট প্রচলিত ছিল। সুতরাং শ্রীশ্রীচণ্ডী বেদমূলা। বেদমাতাই চণ্ডীরূপে প্রকটিতা। দেবীভাগবতে আছে,
সেয়ং শক্তির্মহামায়া সচ্চিদানন্দরূপিণী।
রূপং বিভর্ত্যরূপা চ ভক্তানুগ্রহহেতবে।।
সেই এই মহামায়াশক্তি সচ্চিদানন্দরূপিণী অরূপা হইয়াও ভক্তকে অনুগ্রহ করিবার জন্য রূপ বিশেষভাবে ধারণ করেন।
শ্রীশ্রীচণ্ডী শক্তিপূজারীর নিকট অত্যন্ত আদরণীয়।"
আসুন পূজনীয় স্বামী চন্দ্রকান্তানন্দজী মহারাজের সহজ-সুন্দর ভাষায় শ্রীশ্রীচণ্ডীর তত্ত্ব, মাহাত্ম্য শ্রবন করি ও অন্যদের শ্রবনে সুযোগ করে দিয়ে নিজেদের আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করি।
#rkmasargachi #chandi #চণ্ডীপাঠ #belurmath #ramakrishnamission #religiousteachings #mythology