#Jodi_Torite_Basona_Thake #Ashalota #asian_folk
গানঃ তরীতে বাসনা থাকে
শিল্পীঃ আশালতা
উপলক্ষঃ লালন ফকিরের ১৩২ তম তিরোধান 2022
..........................................................................................
Asian Folk চ্যানেল টি Bangali Folk গানের সংগ্রহের একটা Musical Institute. চলমান সময়ের বিভিন্ন শিল্পির পরিচিতি ও গানকে সংগ্রহ করার প্রয়াশে আমাদের কাজ করা। বাউল গান, বিচ্ছেদ গান, ভাণ্ডারী গান, মুর্শিদি গান, লালন ফকিরের গান ছাড়াও দেশীয় সংগীত কে আমরা সংরক্ষন ও উপস্থাপন করতে চেষ্টা করে চলেছি। আপনারা যারা এরুপ দেশিও ফোক গানের আয়োজন করেন এবং আপনার অনুষ্ঠান টি সকল দেশের সকল শ্রেণীর মানুষের কাছে পৌঁছে দিতে চান। আপনাদেরকে আমদের Asian Folk টিম সব দিক থেকে সহযোগীতা করতে বদ্ধ পরিকর।
আমাদের সাথে যোগাযোগ এর নম্বর
০১৭২০২০২৬৪৯
০১৭৯০০৮১২৮১
০১৭২২৮৮১০১২
০১৭৭৯৩৬০০৭০
...........................................................................
সকল দেশের সকল ভাষা-ভাষীর মানুষের আত্মার খোরাক মেটায় গান। ইতিহাস পেছনে তাকালে অনুভব করা যায়, সময় থেমে নেই। বহমান এই সময়ের স্রোতে আমাদের এশিয়া উপমাহাদেশে কালে ক্ষণে বিবিন্ন গুনি শিল্পীর জন্ম হয়েছে আবার হারিয়েও গেছে। হারিয়ে যাওয়া শিল্পিদের মৃত টাকেই আজকের শিল্পী সমাজের চর্চা। আজকের শিল্পিরা গাচ্ছেন সাধক ফকির লালন ফকিরের গান, হাসন রাজার গান, শাহ্ আব্দুল করিমের গান। বর্তমান আগামীর অতীত তাই চলমান সংস্কৃতি গান গুলোকে আমার Asian Folk সংরক্ষন করার চেষ্টা করে চলেছি।
..............................................................................
#baul_gaan
#ashalota
#lalon_fokirer_gaan
#jodi_torite_basona_thake
#bangali_songs
#asian_folk_songs
#new_music