রামসেতু বা আদম সেতু। ভারতের রামেশ্বরাম দ্বীপ থেকে শ্রীলঙ্কার মান্নার উপকুল পর্যন্ত দীর্ঘ এই প্রাচীন ও বিস্ময়কর নিদর্শন নিয়ে আদিকাল থেকেই ধর্মীয় বিশ্বাস-অবিশ্বাস আর জল্পনা-কল্পনার যেনো অন্ত নেই।
পৌরানিক কাহিনী ও বিশ্বাসমতে, ভারত থেকে শ্রীলঙ্কা গিয়ে রাবনের হাত থেকে সীতাকে উদ্ধার করতে সমুদ্রের বুকে এই সেতু নির্মাণ করেছিলেন রামের সৈনিকেরা। আবার মুসলিম ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, দুনিয়ার প্রথম মানব হযরত আদম (আ.) এই সেতুর মাধ্যমে শ্রীলঙ্কা থেকে এসেছিলেন ভারতে। মতবিরোধ কিংবা তর্ক-বিতর্ক যাই থাকুক, এটি যে খুব গুরুত্বপূর্ণ একটি নিদর্শন তা মানতেই হবে।
রাম সেতুর ইতিহাস অনুসন্ধানেই দক্ষিণ ভারতের তামিলনাড়ুর রামেশ্বরামে গিয়ে তৈরি করেছি এই ভিডিও।
Contact :
[email protected]
#ram_setu #adam's_bridge #রাম_সেতু #আদম_সেতু #রামেশ্বরাম