হুসেইন মুহম্মদ এরশাদ, জাতীয় পার্টির চেয়ারম্যান। সাবেক স্বৈরাশাসক ও রাষ্ট্রপতি। নিজেকে ‘কবি’ হিসেবেও দাবি করেন। সাবেক সেনাপ্রধান।‘রোমান্টিক’ এ রাজনীতিকের জীবনে একাধিক নারীর আগমনের খবর ওপেন সিক্রেট। তার মধ্যে চারজনের সাথে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন বলে জানা গেছে।
তবে বর্তমানে সংসদের বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ ছাড়া বাকিরা নেই এরশাদের জীবনে। এদের কেউ মারা গেছেন, কেউ বিদেশে, কেউ দেশে থেকেও না থাকার তালিকায়।
আমাদের আজকের পর্বের বিশেষ আয়োজন; প্রেমিক পুরুষ এরশাদ এবং তার সকল প্রেমিকাদের নিয়ে। (মিস্ করবেন না)
#Ershad #Love #Scandal