MENU

Fun & Interesting

নার্সারি ব্যবসা - শূন্য থেকে ৪৫ বিঘায় বিশাল নার্সারি | Nursery Business in Bangladesh- Safollo kotha

সাফল্য কথা 29,877 lượt xem 3 years ago
Video Not Working? Fix It Now

দর্শক বন্ধুরা , সাফল্য কথা'র ৪০০ তম পর্বে আমরা তুলে ধরেছি একজন কঠর পরিশ্রমী উদ্যোক্তার নার্সারি ব্যবসা‍য় কোটি টাকার মালিক হওয়ার গল্প।
দর্শক বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে ও পরিবেশ সংরক্ষণে নার্সারীর গুরুত্ব অপরিসীম। নার্সারী আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তের ঝুঁকি মোকাবেলা, বায়ু দূষণ, শব্দ দূষণ, ভূমিক্ষয় রোধ, জীববৈচিত্র সংরক্ষণ, খাদ্য ও পুষ্টি সমস্যা সমাধানসহ বহুমাত্রিক কাজে অবদান রেখেই চলছে , সেই সাথে বেকার সমস্যা সমাধান এবং আত্মকর্মসংস্থান তৈরির একটি বড় মাধ্যম হচ্ছে নার্সারীর ব্যবসা।

বৈজ্ঞানিক পদ্ধতিতে ফুল, ফল, কাঠ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের চারা ও কলম উৎপাদন করে যে নিজের ভাগ্যের পরিবর্তন করা যায় , এই বিষয়টি ইতিমধ্যে আমরা অনেকেই জানি।

বলছিলাম শ্রী হেমন্ত বাবুর কথা, ১৯৮৫ সালের দিকে তৃতীয় শ্রেণীতে পড়া অবস্থায় তার এই নার্সারীর ব্যবসায় পথ চলা শুরু। পরিশ্রম আর আগ্রহের সমন্বয় ঘটাতে পারলে যে কাক্সিক্ষত সাফল্য অর্জন করা যায়। তার উজ্জ্বল দৃষ্টান্ত হলে হেমন্ত বাবু। বনবিভাগ থেকে মাত্র কয়েক টাকায় কেনা গোটা কয়েক চারাই তাকে বানিয়েছেন এখন কোটি টাকার সফল নার্সারী ব্যবসায়ী । দীর্ঘ ৩৫ বছরের পথ চলায় তার নার্সারির বিস্তার হয়েছে প্রায় ৪৫ বিঘা জমিতে। যার অধিকাংশ জমি কিনেছেন এই নার্সারির টাকায় । সেই সাথে তার এই নার্সারিতে কর্মসংস্থানও হয়েছে এলাকার ২৫-৩০ জন গরীব ও শ্রমজীবি মানুষের । চলুন বিস্তাতিত দেখে নেই ভিডিওতে...

Safollo kotha Ep-400
Nursery Business in Bangladesh
উদ্যোক্তা শ্রী হেমন্ত বাবু
সাতদগা, পীরগাছা, রংপুর ।
০১৭১৭০১৫১৪৮


- খামারির নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার পেতে ইনবক্স করুন সাফল্য কথা ফেসবুক পেইজে https://www.facebook.com/safolloagro

আমাদের সাফল্য এগ্রো এন্ড সার্ভিসেস সাথে যোগাযোগ-
- কৃষি পণ্য পেতে - ০১৩০০১৯০১১৭ (সেলস, সাফল্য এগ্রো এন্ড সার্ভিসেস)
- ভিডিও প্রোগ্রাম করাতে ও কৃষি বিষয়ক পরামর্শ - মোঃ তোফাজ্জল হোসেন - ০১৭৩৮৫০৩৬৯৪ (উপস্থাপক, সাফল্য কথা)
- অভিযোগ - ০১৭১৩০৬৮৫১৭ (অফিস, সাফল্য কথা ও সাফল্য এগ্রো সার্ভিস)
সাফল্য এগ্রো এন্ড সার্ভিসেস ঠিকানা-
সাফল্য এগ্রো, তাজহাট, আলম নগর, রংপুর।
ফেসবুক পেজ- https://www.facebook.com/safolloagro
ওয়েব- https://www.safolloagro.com
ইমেইল- mowdud.titu@gmail.com

সুপ্রিয় দর্শক আপনাদেরও যদি এরকম কোন সফলতার গল্প থাকে তাহলে আমাদের জানাতে পারেন। আমাদের সাফল্য কথা টিম চলে যাবে আপনার কাছে। ধন্যবাদ।

Comment