ভিডিওতে আপনাদের নিয়ে যাচ্ছি মেলায়। এখানে আমরা খুঁজে পেয়েছি নানা ধরনের জিনিসপত্র আর সুস্বাদু খাবার। বিভিন্ন স্টলে ঘুরে হাতে তৈরি সুন্দর গয়না, রঙিন পোশাক, আর মজাদার মিষ্টি কিনেছি। পিঠার স্বাদও উপভোগ করেছি। মেলার এই প্রাণবন্ত পরিবেশ আমাদের জন্য ছিল এক বিশেষ অভিজ্ঞতা। চলুন, আমাদের সাথে এই আনন্দে শামিল হোন!
#কেনাকাটা #বাংলাবাজার #খাদ্যভ্রমণ #স্থানীয়পণ্য #দৈনন্দিনজীবন