হযরত জুন্নুন মিসরী (রহঃ) যিনি আবুল ফায়জ ইবনে ইবরাহিম নামেও পরিচিত।তিনি মিসরের আখনিম নামক স্থানে ৭৯৬ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন।তিনি সুফী হিসেবেও পরিচিত।তিনি সদাচার,জ্ঞান পরহেজগারি ও আধ্যাত্মিক পদমর্যাদায় যুগ সেরা ছিল।তিনি তাসাউফ বা সুফীবাদে শ্রেষ্ঠ ছিল।
#zunnunmishri #zunnoonmisri #OliJibon #waliallah #biochobi #islamichistory #banglawaz
=বিশেষ দ্রষ্টব্য=
এ ভিডিওতে কোনভাবেই কোন ব্যক্তি কিংবা কোম্পানি কিংবা এ সংশ্লিষ্ট কোন কিছুকেই কোন ভাবেই ক্ষতিগ্রস্থ করা’কে সমর্থন করে না কিংবা সেই উদ্দেশ্য রাখে না। তাই উল্লেখিত কোন পক্ষ যদি ক্ষতিগ্রস্থ হয়, তবে তা নিতান্তই কাকতালীয় ও অনিচ্ছাকৃত। সে জন্য পূর্বেই বিনীত ক্ষমাপ্রার্থী।