করতলব খাঁ যখন তাঁর দেওয়ানী কার্যালয় জাহাঙ্গীর নগর অর্থাৎ বর্তমান বাংলাদেশের ঢাকা শহর থেকে সরিয়ে আনলেন মুকসুদাবাদে, তখন ঔরঙ্গজেব ছিলেন দক্ষিণ ভারতে। করতলব খাঁর কাজে খুশী হয়ে ঔরঙ্গজেব করতলবের নাম ছিলেন মুর্শিদকুলি খাঁ। সেই সাথে মকসুদাবাদের নাম পরিবর্তন করে মুর্শিদাবাদ নাম রাখারও অনুমতি দিলেন তিনি। ১৭০৪ সালে দাক্ষিণাত্য থেকে মুকসুদাবাদে ফিরলেন মুর্শিদকুলি। তখন থেকে মুকসুদাবাদের নাম হল মুর্শিদাবাদ। ১৭১৭ সালে দেওয়ান হওয়ার পাশাপাশি তিনি হলেন বাংলার সুবেদার। এরপর থেকেই দেওয়ান মুর্শিদকুলি খান পরিচিত হলেন নবাবমুর্শিদ কুলী খান হিসেবে। তিনি ছিলেন দক্ষ শাসক। শাসন ব্যবস্থার সংস্কার করে তিনি এক সুশৃঙ্খল ব্যবস্থাপনা গড়ে তুললেন। ১৭২৭ খ্রিস্টাব্দে মারা যান বাংলার প্রথম নবাব মুর্শিদকুলি খান আর তাঁর স্মৃতি হিসেবে রয়ে যায় তাঁর সৃষ্টি সুবিশাল কাটরা মসজিদ। মুর্শিদকুলি খাঁন মারা যাওয়ার পর নবাব হলেন তার জামাই সুজা উদ্দিন। তিনি খুব সৌখিন ছিলেন, নবাব হয়ে তিনি ঢেলে সাজালেন মুর্শিদাবাদকে। চেহেলসেতুন প্রাসাদকে প্রসার করার পাশাপাশি মুর্শিদাবাদ নগরীতে বেশ কিছু সুন্দর সুন্দর ঘরবাড়ি ও তোরন তিনি নির্মান করলেন। ১৭৩৯ সালে তিনি মারা গেলেন বাংলার সবচেয়ে প্রজা দরদী নবাব সুজা উদ্দিন। তিনি মারা যাওয়ার পর মুর্শিদাবাদের মসনদে বসলেন তাঁর পুত্র সরফরাজ খান। সিংহাসনে বসার পর থেকেই ষড়যন্ত্রের শিকার হলেন নতুন নবাব সরফরাজ খান। এরপরই এলো সেই দিন। ১৭৪০ সালে গিরিয়ার যুদ্ধে পরাজিত ও নিহত হয়ে মুর্শিদাবাদের মসনদ থেকে চির বিদায় নিতে হলো নাসিরি বংশের শেষ নবাব মুর্শিদ কুলী খানের নাতি সরফরাজ খান। প্রভুপুত্র সরফরাজকে হত্যা করে সিংহাসনে বসলেন বিশ্বাসঘাতক নবাব আলিবর্দি খাঁ। শুরু হলো আফসার বংশের শাসনকাল। আর অসম্পূর্ণ রয়ে গেলো সরফরাজ খানের নির্মিত এক বৃহত মসজিদ।মুর্শিদাবাদের ইতিহাসে সরফরাজ খানই ছিলেন একমাত্র নবাব যিনি যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে করতে মারা যান। কিন্তু তারপর.....তারপর কি হলো? কি হয়েছিল নবাব সরফরাজ খানের পরিবার তথা বংশধরদের ?
দীর্ঘদিন খোঁজ খবর চালিয়ে অবশেষে সন্ধান পেলাম ফ্রান্সে বসবাসকারী নবাব মুর্শিদ কুলী খানের ১১তম বংশধরের। দেরী করলাম না, প্রিয় পরিক্ষিত বাবুকে সাথে নিয়ে হাজির হলাম কাটরা মসজিদে। প্রযুক্তির সাহায্য নিয়ে নবাব মুর্শিদ কুলী খানের নির্মিত মসজিদে বসেই তাঁরই ১১তম বংশধরের সাথে চললো ঘন্টা দুয়েক সাক্ষাৎকার। সম্পূর্ণ এক অন্য অভিজ্ঞতা। জানলাম বহু অজানা কাহিনী…..
বন্ধুরা , যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট, সেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানলের সঙ্গে থাকবেন এই আশা রাখি ।
ব্যক্তিগত মতামত ও পরামর্শ দেওয়ার জন্য নিচের মেইল আইডি তে মেইল করুন। [email protected]
WhatsApp: +91 8250059433
Music used in this video:
Hero Down by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution 4.0 licence. https://creativecommons.org/licenses/by/4.0/
Source: http://incompetech.com/music/royalty-free/index.html?isrc=USUAN1100880
Artist: http://incompetech.com/
Stay Connected with me on Social Network :
Twitter : https://twitter.com/manasbangla
Facebook : https://www.facebook.com/manasbangla
Instagram :https://www.instagram.com/manasbangla