MENU

Fun & Interesting

দাড়ি নিয়ে মজার ওয়াজ | যুবক পোলাই দাড়ি রাখলে বাপেও চাচা ডাকে | নাসির উদ্দিন যুক্তিবাদী গোপালগঞ্জ

Video Not Working? Fix It Now

দাড়ি নিয়ে ওয়াজ | যুবক পোলাই দাড়ি রাখলে বাপেও চাচা বলে | নাসির উদ্দিন যুক্তিবাদী গোপালগঞ্জ | maulana nasir Uddin juktibadi Gopalgonj waz 👇👇👇👇👇👇👇👇👇👇 দা*ড়ি নিয়ে মনগড়া বক্তব্য দেয়ার সুযোগ নেই। শ*রী*য়তের মিমাংসিত বিধান নিয়ে মনগড়া ব্যখ্যা দেয়া "মশকরা" করার নামান্তর। দা*ড়ি রাখা ওয়াজিব,দ্বীনের অন্যান্য বিধান বাস্তবায়ন করার চেষ্টা করার পাশাপাশি দাড়ির বিধান বাস্তবায়ন করাও ইকামাতে দ্বীনের অংশ, অনেকে একটি কথা বলে থাকে যে দাড়ির মধ্যে কি ইসলাম? উত্তর:ইসলামের মধ্যে দাড়ি আছে, তাই এটা নিয়ে নিজস্ব কোন ব্যখ্যা না দিয়ে মেনে নেয়াই কল্যাণ। প্রথমে সবাই নিচের চারটি শব্দ মুখস্ত করে নেন। وفِّرُوا বাড়াও وأوفوا পূর্ন কর وَأَعْفُوا اللِّحى লম্বা কর وأَرْخُوا اللِّحى ঝুলিয়ে দাও। এক. রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাড়ি লম্বা করার আদেশ করেছেন। عن عبدالله بن عمر عَنِ النبيِّ ﷺ أنَّه أمَرَ بإحْفاءِ الشَّوارِبِ، وإعْفاءِ اللِّحْيَةِ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোঁচ কাটার ও দাড়ি লম্বা করার আদেশ করেছেন। মুসলিম-২৫৯ (২৫৯ মাদ্রাসা সিলেবাস অনুসারে) দুই. দাড়ি বাড়াও। خالِفُوا المشْركينَ وفِّرُوا اللِّحى وأحْفُوا الشوارِبَ মুশরিকদের বিরোধিতা কর। দাড়ি বাড়াও ও মোচ কাট। বুখারী-৫৮৯২ তিন. দাড়ি পূর্ন কর। خالِفُوا المُشْرِكِينَ أحْفُوا الشَّوارِبَ وأَوْفُوا اللِّحى মুশরিকদের বিরোধিতা কর এবং মোচ কাট ও দাড়ি পূর্ণ কর। মুসলিম-২৫৯ চার. দাড়ি লম্বা কর। انْهَكُوا الشَّوارِبَ وَأَعْفُوا اللِّحى মোচ উত্তমরূপে কাট এবং দাড়ি লম্বা কর। বুখারী-৫৮৯৩ পাচ. দাড়ি ঝুলিয়ে দাও جُزُّوا الشَّوارِبَ وأَرْخُوا اللِّحى خالِفُوا المَجُوسَ মোচ কাট ও দাড়ি ঝুলিয়ে দাও, অগ্নিপূজারীদের বিরোধিতা কর। মুসলিম-২৬০ উপরের হাদীস গুলো থেকে চারটা বিষয় বুঝে আসে। ১.দাড়ি বাড়াও ২.দাড়ি পূর্ন কর ৩.দাড়ি লম্বা কর ৪.দাড়ি ঝুলিয়ে দাও ছয়. রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাড়ি মোবারক লম্বা ছিল: عَنْ أَبِي مَعْمَرٍ، قَالَ سَأَلْنَا خَ بابا أَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقْرَأُ فِي الظُّهْرِ وَالْعَصْرِ قَالَ نَعَمْ‏.‏ قُلْنَا بِأَىِّ شَىْءٍ كُنْتُمْ تَعْرِفُونَ قَالَ بِاضْطِرَابِ لِحْيَتِهِ‏ আবূ মা’মার (রহঃ) থেকে বর্ণিতঃ: তিনি বলেন, আমরা খাব্বাব (রাঃ)-কে জিজ্ঞেস করলাম, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কি যুহ্‌র ও ‘আসরের সালাতে কিরাআত পড়তেন? তিনি বললেন, হ্যাঁ। আমরা প্রশ্ন করলাম, আপনারা কী করে তা বুঝতেন? তিনি বললেন, তাঁর দাড়ির নড়াচড়ায়। সহিহ বুখারী, হাদিস নং ৭৬০ নোট:-দাড়ি লম্বা হওয়ার কারণে দাড়ির নড়াচড়া পরিলক্ষিত হত। সাত. দাড়ি এক মুষ্টির বেশী হলে কাটা যাবে: ‏ وَكَانَ ابْنُ عُمَرَ إِذَا حَجَّ أَوِ اعْتَمَرَ قَبَضَ عَلَى لِحْيَتِهِ، فَمَا فَضَلَ أَخَذَهُ‏ ইবনু ‘উমার (রাঃ) যখন হাজ্জ বা ‘উমরাহ করতেন, তখন তিনি তাঁর দাড়ি মুষ্টি করে ধরতেন এবং মুষ্টির বাইরে যতটুকু বেশী থাকত, তা কেটে ফেলতেন। সহিহ বুখারী, হাদিস নং ৫৮৯২ nasir uddin juktibadi waz nasir uddin waz দাড়ি সম্পর্কে ওয়াজ দাড়ি রাখা কি অজীব নাসির উদ্দিন যুক্তিবাদী গোপালগঞ্জ new bangla waz নাছির উদ্দিন যুক্তিবাদী গোপালগঞ্জ নাসির উদ্দিন যুক্তিবাদী নতুন ওয়াজ

Comment