দারুণ একটা গল্প "হৃদয়ের নূর তুমি"❤️শাওয়ার নেওয়ার পরও নূর এর শরীরের কিছু জায়গা থেকে রক্ত বের হচ্ছে..
পিঠ থেকে থ্রিপিসটা টেনে ছিড়ে ফেলার চেষ্টা করে,সারা পিঠে নখ দিয়ে পাগলের মতো আঁচড় কাটতে লাগলো।যার কারনে থ্রিপিসটা ভেদ করে শরিরের অনেক অংশই ছিড়ে গেছে এবং চামড়া ভেদ করে রক্ত ঝরছে।তারপর পিঠ থেকে থ্রিপিসটা সরাতে ব্যর্থ হলে আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল।তারপর নিজের হাতজোড়া দিয়ে আমার হাত বিছানার সাথে চেপে ধরে,আমার পেটে নিজের দাঁত বসিয়ে কামড়াতে লাগলো।তার এক একটা কামড় যেন আমার কলিজা ছেদ করে বের হচ্ছে।আমি জোরে জোরে চিৎকার দিয়ে তাকে সরাতে চেষ্টা করছি, কিন্তু তার শক্তির কাছে আমি কিছুতেই পেরে উঠছিনা।আর চোখ দিয়ে অঝোরে পানি পড়ছে।~নিশান-একদম আমার সামনে নেকা