স্বাবলম্বী হওয়ার জন্য গ্রামের বিধবা ও দুস্থ মহিলাদের ছাগল উপহার
স্বাবলম্বী হওয়ার জন্য গ্রামের বিধবা ও দুস্থ মহিলাদের ছাগল উপহার
অসহায় ও বিধবা মহিলাদের উপহার দেবার জন্য আজ আমাদের কয়েকটি ছাগল সংগ্রহ করতে হবে। ছাগল সংগ্রহ করার জন্য আমরা এসেছি উল্লাপাড়া কয়রা হাটে। হাট বসে সপ্তাহের প্রতি বুধবার। হাট থেকে যাচাই বাছাই করে আমরা মোট পাঁচটি ছাগল সংগ্রহ করলাম গ্রামের পাঁচজন দরিদ্র ও বিধবা মহিলাদের উপহার দেবার জন্য। আশা করছি ছাগল লালন পালনের মাধ্যমে দরিদ্র এই মহিলারা নিজেদের ভাগ্যের উন্নয়ন করতে পারবেন এবং নিজেরা স্বাবলম্বী হতে পারবেন।
Follow me on Instagram: https://www.instagram.com/tuhintraveler
Email: tuhin_designer@yahoo.com
Contact: 01717-821712