গর্ভবতী নারীর জন্য প্রসবের তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তারিখের উপর প্রসূতি ও পরিবারের প্রস্তুতি নির্ভর করে। তাছাড়া পূর্ণাঙ্গ সুস্থ শিশুর আগমনও এর উপর নির্ভর করে। প্রায় সকল গর্ভবতী নারীদের প্রসব তারিখ নিয়ে কিছু দ্বিধা থাকে। কারণ মাসিক অনুযায়ী একটা তারিখ নির্ধারণ করা হয় আবার ১ম আলট্রাসনোগ্রামে একটা তারিখ আসে। এরপর যতবার আলট্রাসনোগ্রাম করা হয় ততবারই নতুন একটা তারিখ আসতে পারে। এজন্য গর্ভধারন করার প্রথম ৩ মাসের মধ্যে অন্তত একটি আলট্রাসনোগ্রাম করার জন্য পরামর্শ প্রদান করা হয়। এই আলট্রাসনোগ্রাম প্রসবের তারিখ নির্ধারণে সহয়তা করে। যদি মাসিকের তারিখ ঠিক থাকে এবং নিয়মিত মাসিক হয়ে থাকে তাহলে শেষ মাসিকের তারিখ অনুযায়ী যে তারিখটি নির্ধারণ হবে সেটাই চূড়ান্ত তারিখ।
ডা. শাহিদা আক্তার রাখী
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এফসিপিএস (অবস এন্ড গাইনী)
অবস এন্ড গাইনী বিশেষজ্ঞ ও সার্জন
ট্রেইন্ড ইন ইনফার্টিলিটি এন্ড ল্যাপারোস্কপিক সার্জারি
🔴 চেম্বার: গোমতী হাসপাতাল প্রাইভেট লিমিটেড
নজরুল এভিনিউ, ২য় কান্দিরপাড়, কুমিল্লা
হটলাইন: 01879-970055, 01711-798083
রোগী দেখার সময়: বিকাল ৪টা হতে রাত ৮টা (শুক্রবার চেম্বার বন্ধ)
🔴 অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট নিতে ভিজিট করুন : drsarakhi.com
সিরিয়াল: 01958-422803 (সকাল ১০টা হতে সিরিয়াল শেষ না হওয়া পর্যন্ত)
🔴 Facebook : https://facebook.com/drsarakhi
🔴 Instagram: https://instagram.com/drsarakhi
#EDD #NoramlDelivery #drsarakhi
ডেলিভারির সম্ভাব্য ডেট কেন গুরুত্বপূর্ণ? | ডেলিভারি ডেট বের করার নিয়ম