অতীতের শীত, তখন শীত মানে কনকনে ঠান্ডা, রকমারি মজা ও পেটপুরে খাওয়াদাওয়া। সঞ্জীব চট্টোপাধ্যায়।
অতীতের শীত, তখন শীত মানেই বড়দিন, রকমারি মজা, পেটপুরেখাওয়া ও কনকনে ঠান্ডায় হি-হি করতে করেতে লেপের তলয় ঢুকে পরা। সেই শীত, সেই বড়দিন এখন অতীত। তবু বড়দিনআসে, শীতকাল শুরু হয়। কিন্তু বড়দিনে সেই আগের মতো শীত আর পরে না। আমরা বলি বড় দিন । দিনের আবার বড়, ছোটো কি ? সবই সূর্যদেবের খেলা। গ্রহদের নিজের চারপাশে ঘুরপাক খাইয়ে দিন পাড়াচ্ছেন। দিন কামাচ্ছেন, দিন করাচ্ছেন ? আমরা বলছি উত্তরায়ন, দক্ষিণায়ন। বড়দিন আমাদের নয়, খ্রিস্টানদের। অবতার যিশু এক হিম-রাতে ধরায় এলেন জগতের উৎপীড়িত মানুষের দুঃখের ক্রুশ বহন করার জন্যে । সে কি কম দিন ? ষড়র চেয়েও বড় দিন। সারা পৃথিবীর মানুষের কাছে যেটি উৎসষের দিন। ইংরেজ আমলের চোই কলকাত। 1 সেই বড় দিন, তার নাম ছিল অন্যরকম। কি রকম? সেই কথাই বলছি।
Apurba Chatterjee, [email protected] , facebook.com/apurba.chatterjee.313?mibextid=ZbWKwL,@apurba1964।
★ Subscribe to us: sanjibani sudha,