সুখের নিশি প্রভাত হইয়া যায়
Singer: নিপা সূত্রধর - Nipa Sutradhar
Lyric & Tune: RadhaRaman Datta রাধারমন ধামাইল
Direction: Arnob অর্ণব
Edit & Color: Anik Das অনিক দাস
Mix Master: Aziz আজিজ
Dance Group: Kanakchapa Dhamail Team কনকচাঁপা ধামাইল দল
Produced by: Suprova Rani Kar সুপ্রভা রাণী কর ( প্রতিষ্ঠাতাঃ মোহিনী ধামাইল সংঘ )
Production: Mohini Gallery Production l মোহিনী গ্যালারি প্রডাকশন
Cell: 01615496162
Email: [email protected]
Upload : Dpd Arnob
Label: Mohini Gallery
Spacial Thanks To: Shiplu Roy শিপলু রায়
#nipasutradhar #নিপাসুত্রধর #নিপা #ধামাইল
#সুখের_নিশি #Sukher_Nishi
আপনাদের সন্তুষ্টি'ই আমাদের পথ চলার পাথেয় ।
..............................
* ধামাইল বা ধামালি গান ও নাচ সিলেট অঞ্চলে প্রচলিত একজাতীয় কাহিনী সম্বলিত নৃত্য যা এই অঞ্চলের লোকসাহিত্যের একটি অংশ। যে কোন মাঙ্গলিক অনুষ্ঠানেই এই গীত-নৃত্য পরিবেশনার প্রচলন দেখা যায়। রাধারমণ দত্ত কর্তৃক এই গান সর্বাধিক প্রচারিত ও প্রচলিত হওয়ায় তাঁকেই এর স্রষ্টা বলে গণ্য করা হয়। "ধামা" শব্দটি থেকে “ধামালি” বা "ধামাইল" শব্দটির উৎপত্তি; এর অর্থ আবেশ / ভাব। আবার, আঞ্চলিক / কথ্য হিসেবে এর অর্থ উঠোন। ধারনা করা হয়, রাধারমণ দত্ত ভাবুক প্রকৃতির হওয়ায় এই জাতীয় নামের উৎপত্তি হয়েছে। আবার অনেকের মতে, বাড়ীর উঠোনে এই গান - নাচের আয়োজন করা হয় বলে একে "ধামাইল গান / নাচ" বলে। এই গান / নাচ বাংলাদেশের বৃহত্তর সিলেট (সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলা) অঞ্চলের লোকসংগীত বা লোকনৃত্য হিসেবেই পরিচিত। বৃহত্তর সিলেট ছাড়াও এর পাশ্ববর্তী ব্রাহ্মণবাড়ীয়া, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ জেলার কিছু অংশে এবং ভারতের আসামের, করিমগঞ্জ, কাছাড়, হাইলাকান্দি, শিলচর এবং ত্রিপুরা এলাকায় ধামাইল গানের প্রচলন রয়েছে।
এই গান / নাচের কিছু বিশেষত্ব রয়েছে; যেমন
* এটি নৃত্য সম্বলিত গান অর্থ্যাৎ এতে গানের তালে তালে নাচও হয়।
* এটি কাহিনীমুলক পরিবেশনা; অর্থ্যাৎ এতে এক একটি বিষয় / কাহিনী নিয়ে তার বিভিন্ন অংশ পর্যায়ক্রমে পরিবেশন করা হয়।
* মঙ্গলিক আচার; অর্থ্যাৎ, এটি কেবলমাত্র শুভ কোনো কাজের পূর্বে পরিবেশন করা হয়।
* পুরুষ বর্জিত আচার অর্থ্যাৎ এটি কেবলমাত্র স্ত্রী-সমাজেই সীমাবদ্ধ। তবে সম্প্রতি ইহা পুরুষ সমাজেও বেশ জনপ্রিয়।
ANTI-PIRACY WARNING
This content is Copyright to Mohini Gallery
Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented!